পরিস্থিতি বদলেছে; এখন আলোচনায় বসতে চায় হুরিয়ত, মন্তব্য জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের
রাজ্যের বাইরে থেকে কাশ্মীর পরিস্থিতি নিয়ে কিছু বলা যায় না বলে মন্তব্য করেন সত্যপাল
নিজস্ব প্রতিবেদন: কাশ্মীর সমস্যা সমাধানে এখন আলোচনায় বসতে চায় হুরিয়ত নেতারা। এটা অত্যন্ত শুভ লক্ষণ। শনিবার শ্রীনগরে এক অনুষ্ঠানে মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক।
আরও পড়ুন-পুরসভা অতীত, একটা আস্ত জেলা পরিষদই এবার পকেটে পুরছে বিজেপি
এদিন তিনি বলেন, একসময় এই হুরিয়ত নেতারাই রাম বিলাস পাসোয়ানের মুখের ওপরে আলোচনার দরজা বন্ধ করে দিয়েছিলেন। এখন তাঁরা কথা বলতে চাইছেন। এটা খুবই ভাল লক্ষণ। রাজ্যে অনেক বদল হয়েছে।
রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সত্যাপাল মালিক বলেন, রাজ্যের দায়িত্ব নেওয়ার পর থেকে অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। একজন তরুণ যখন মারা যায় তখন তা ভালো লাগে না। পথহারা তরুণদের আমরা ফিরিয়ে আনতে চাই। এদের ফেরাতে কী ধরনের প্রচেষ্টার প্রয়োজন তা নিয়ে বহু প্রস্তাব এসেছে। কিন্তু কেউ যখন গুলি চালায় তখন পাল্টা গুলি চালাতে বাধ্য হয় সেনা।
আরও পড়ুন-ICC World Cup 2019: রুদ্ধশ্বাস জয়! আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে জয়ের হাফ সেঞ্চুরি ভারতের
রাজ্যর বাইরে থেকে কাশ্মীর পরিস্থিতি নিয়ে কিছু বলা যায় না বলে মন্তব্য করেন সত্যপাল। তিনি বলেন, দিল্লিতে অনেকেই বলে থাকেন, আমি কাশ্মীরে ছিলাম। কিন্তু যখন জিজ্ঞাসা করি কত দিন আগে ছিলেন। তখন ওরা বলেন, ১৫ বছর আগে ছিলাম। সেই পরিস্থিতি এখন আর নেই।