জেনে নিন কীভাবে CBSE-র দশম শ্রেণীর পরীক্ষার ফল জানবেন

প্রকাশিত হল CBSE-র দশম শ্রেণীর পরীক্ষার ফল। তবে পাশের হার গত বারের থেকে এবার কিছুটা কমেছে। গত বছর যেখানে ৯৭.৩২ শতাংশ ছাত্র-ছাত্রী পাশ করেছিল এবার তা কমে হয়েছে ৯৬.২১ শতাংশ। তবে পাশের হারে ছেলেদের পিছনে ফেলে এগিয়ে গেছে মেয়েরা। পাশের হারে অন্যান্য এলাকার পরীক্ষার্থীদের পিছনে ফেলে এগিয়ে গেছেন তিরুবনন্তপুরমের পড়ুয়ারা।

Updated By: May 28, 2016, 07:53 PM IST
জেনে নিন কীভাবে CBSE-র দশম শ্রেণীর পরীক্ষার ফল জানবেন

ওয়েব ডেস্ক: প্রকাশিত হল CBSE-র দশম শ্রেণীর পরীক্ষার ফল। তবে পাশের হার গত বারের থেকে এবার কিছুটা কমেছে। গত বছর যেখানে ৯৭.৩২ শতাংশ ছাত্র-ছাত্রী পাশ করেছিল এবার তা কমে হয়েছে ৯৬.২১ শতাংশ। তবে পাশের হারে ছেলেদের পিছনে ফেলে এগিয়ে গেছে মেয়েরা। পাশের হারে অন্যান্য এলাকার পরীক্ষার্থীদের পিছনে ফেলে এগিয়ে গেছেন তিরুবনন্তপুরমের পড়ুয়ারা।

কীভাবে পরীক্ষার ফলাফল জানতে পারবেন দেখে নিন-

click on the appropriate link ‘CBSE-Class X Examination এই ওয়েবসাইটে গিয়ে ক্লিক করুন। এবার সেখানে ছাত্র বা ছাত্রীর রোল নম্বর, জন্ম তারিখ দিন। তাহলেই পরীক্ষার ফল দেখা যাবে।

.