৬ মাসেই ৫০ হাজার মোটরসাইকেল বিক্রি

বাজারে এসেছে মাত্র ৬ মাস, তার মধ্যেই ছেয়ে গিয়েছে হন্ডা মোটরসাইকেল এবং স্কুটার। 'By India, for India', ভারতের, ভারতের জন্য-এই ক্যাচ লাইনেই হন্ডা মোটরসাইকেল মন জিতেছে গ্রাহকদের।

Updated By: Nov 1, 2016, 12:25 PM IST
৬ মাসেই ৫০ হাজার  মোটরসাইকেল বিক্রি

ওয়েব ডেস্ক: বাজারে এসেছে মাত্র ৬ মাস, তার মধ্যেই ছেয়ে গিয়েছে হন্ডা মোটরসাইকেল এবং স্কুটার। 'By India, for India', ভারতের, ভারতের জন্য-এই ক্যাচ লাইনেই হন্ডা মোটরসাইকেল মন জিতেছে গ্রাহকদের।

২০১৬ সালেই নয়ডাতে লঞ্চ করা হয়েছিল (Honda Navi), '৬ মাসের মধ্যেই ৫০ হাজারের ল্যান্ড মার্কে পৌঁছে গিয়েছে হন্ডা নেভি', জানিয়েছে HMSI। হন্ডার এই মোটরসাইকেলের বিক্রি যত বেড়েছে তত বেশি মুনাফা অর্জন করেছে মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা HMSI। "গোটা বিশ্বের মধ্যে ভারত এখন দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। সেখানে হন্ডার বাজার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখানে বর্ধনশীলভাবে এগিয়ে চলার চ্যালেঞ্জকে মোকাবিলা করে আমরা যেদিকে এগিয়ে যাচ্ছি, তা সত্যিই বিরাট সাফল্য। আমাদের ব্যবসার ক্ষেত্রে এটি একটা উল্লেখযোগ্য কৃতিত্ব", জানিয়েছে HMSI সংস্থার সিইও। 

.