Agnipath Scheme: 'অগ্নিপথ' টুইট অমিত শাহের, যুবসমাজের কথা ভেবে বাড়ল উর্ধ্বসীমা দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন যুব সমাজের প্রতি সংবেদনশীল কেন্দ্র। তাই প্রধানমন্ত্রীর অনুমোদনের পরে অগ্নিপথ প্রকল্পে ভর্তির বয়স ২১ থেকে বাড়িয়ে ২৩ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদনঃ অগ্নিপথ নিয়ে টুইট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করোনার কারণে গত দুই বছর সেনাবাহিনীতে ভর্তি প্রক্রিয়া প্রভাবিত হয়েছে। সেই কারণেই প্রধানমন্ত্রী যুবসমাজের কথা চিন্তা করে অগ্নিপথ প্রকল্পের বয়সের উর্ধ্বসীমা বাড়িয়েছেন বলে জানিয়েছেন অমিত শাহ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এটি অত্যন্ত সংবেদনশীল সিদ্ধান্ত। টুইটে তিনি লিখেছেন, "গত দুই বছর ধরে করোনা মহামারির কারণে সেনাবাহিনীতে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'অগ্নিপথ যোজনায়', যুব সমাজের কথা চিন্তা করে, প্রথম বছরে দুই বছরের ছার দিয়ে বয়সসীমা ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ বছর করার একটি সংবেদনশীল সিদ্ধান্ত নিয়েছেন।"
पिछले दो वर्ष कोरोना महामारी के कारण सेना में भर्ती प्रक्रिया प्रभावित हुई थी, इसलिए प्रधानमंत्री श्री @narendramodi जी ने ‘अग्निपथ योजना’ में उन युवाओं की चिंता करते हुए पहले वर्ष उम्र सीमा में दो वर्ष की रियायत देकर उसे 21 साल से 23 साल करने का संवेदनशील निर्णय लिया है।
— Amit Shah (@AmitShah) June 17, 2022
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন যুব সমাজের প্রতি সংবেদনশীল কেন্দ্র। তাই প্রধানমন্ত্রীর অনুমোদনের পরে অগ্নিপথ প্রকল্পে ভর্তির বয়স ২১ থেকে বাড়িয়ে ২৩ করা হয়েছে।
मैं प्रधानमंत्री श्री @narendramodi को युवाओं के भविष्य की चिंता करने और उनके प्रति संवेदनशीलता के लिए हृदय से धन्यवाद करता हूँ।
मैं युवाओं से अपील करता हूँ कि सेना में भर्ती की प्रक्रिया कुछ ही दिनों में प्रारम्भ होने जा रही है। वे इसके लिए अपनी तैयारी शुरू करें। 3/3
— Rajnath Singh (@rajnathsingh) June 17, 2022
তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, "অমিত শাহ এবং রাজনাথ সিংহ যা বলছে তা ক্ষতে অবৈজ্ঞানিক ভাবে প্রলেপ দেওয়ার চেষ্টা। কর্নার জন্য নিয়োগ বিঘ্নিত তা কেন্দ্র সরকারের মানুষকে বোঝানোর দরকার নেই। সাঁরা পৃথিবীর মানুষ জানে করোনা আমাদের জীবনকে এলোমেলো করে দিয়ে গিয়েছে। যে শূন্যপদ আছে সেনাবাহিনীতে তা পূর্ণ করুন। তার জন্য চার বছরের চুক্তি সেনার যে সমস্যা, যার জন্য সারা দেশে বিক্ষোভ চলছে, তদের তরফ থেকে যে প্রশ্ন তোলা হচ্ছে তার জবাব দিতে পারছেনা কেন্দ্র। আসল সমস্যা এড়িয়ে যাচ্ছে কেন্দ্র। চার বছরের চুক্তিতে সেনা কী করে সম্ভব। এর সঙ্গে করোনার কী সম্পর্ক?"
আরও পড়ুনঃ National Herald Case: আপাতত স্বস্তি রাহুল গান্ধীর, ইডি দফতরে পরবর্তী হাজিরা ২০ তারিখ
তিনি আরও বলেন, "সেনাবাহিনীর সঙ্গে এই জিনিস হতে পারেনা। যেসব তরুণ তরুণীরা দেশের সৈনিক হবেন বলে স্বপ্ন দেখেছেন, চার বছরের চুক্তি সেনা বলে তাদের সঙ্গে প্রহসণ শুরু করে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে বিবর্ন করা হচ্ছে, আপস করা হচ্ছে এবং বিপুল সংখ্যক ছেলে মেয়ের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ঠেলে দেওয়া হচ্ছে।"