সারদাকাণ্ড: সিবিআই দফতরে হাজিরা অসমের প্রাক্তন শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রীর
সিবিআই দফতরে হাজিরা দিতে এলেন অসমের প্রাক্তন শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অভিযোগ, অসমে নির্বিঘ্নে ব্যবসা করার জন্য সুদীপ্ত সেনের থেকে মোটা অঙ্কের টাকা প্রটেকশন মানি হিসেবে নিতেন হিমন্ত বিশ্বশর্মা।
ব্যুরো: সিবিআই দফতরে হাজিরা দিতে এলেন অসমের প্রাক্তন শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অভিযোগ, অসমে নির্বিঘ্নে ব্যবসা করার জন্য সুদীপ্ত সেনের থেকে মোটা অঙ্কের টাকা প্রটেকশন মানি হিসেবে নিতেন হিমন্ত বিশ্বশর্মা।
মাসিক ২০ লক্ষ টাকা প্রটেকশন মানি ছাড়াও বেশ কয়েকবার সুদীপ্ত সেনের থেকে চাপ দিয়ে টাকা নেয় হিমন্ত। জেরায় গোয়েন্দাদের এ কথা জানায় সুদীপ্ত সেন। হিমন্ত বিশ্বশর্মার ঘনিষ্ঠ সদানন্দ গৌড়াকে আগেই গ্রেফতার করেছে সিবিআই। অভিযোগ সুদীপ্ত সেনের সঙ্গে হিমন্ত বিশ্বশর্মার আলাপ করিয়ে দিয়েছিল সদানন্দ গৌড়া। গত চব্বিশে নভেম্বর হিমন্ত বিশ্বশর্মাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নোটিস পাঠায় সিবিআই। কিন্তু সেদিন আসেননি হিমন্ত বিশ্বশর্মা। আজ সকাল দশটার আগেই তিনি হাজির হন সিবিআই দফতরে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা।