১ এপ্রিল থেকে কোন কোন জিনিসের দাম কমবে জেনে নিন
১ এপ্রিল থেকে আপনাকে এপ্রিল ফুল করে যেমন কিছু কিছু জিনিসের দাম বাড়বে, তেমনই কিছু কিছু জিনিসের দাম কমবেও। কোন কোন জিনিসের দাম কমবে জেনে নিন। নাহলে আপনাকে ঠকিয়ে বেশি দাম নিয়ে নিতে পারে।
Updated By: Mar 28, 2017, 07:13 PM IST
ওয়েব ডেস্ক: ১ এপ্রিল থেকে আপনাকে এপ্রিল ফুল করে যেমন কিছু কিছু জিনিসের দাম বাড়বে, তেমনই কিছু কিছু জিনিসের দাম কমবেও। কোন কোন জিনিসের দাম কমবে জেনে নিন। নাহলে আপনাকে ঠকিয়ে বেশি দাম নিয়ে নিতে পারে।
১) অনলাইনে রেলের টিকিট বুকিং।
২) বাড়ির কাজে ব্যবহৃত বিভিন্ন দ্রব্যাদি।
১ এপ্রিল থেকে যে সমস্ত জিনিসের দাম বাড়বে জেনে নিন
৩) LNG
৪) সোলার প্যালেনে ব্যবহৃত সোলার টেমপার্ড কাঁচ।
৫) ফুয়েল সেল বেসডপাওয়ার জেনারেটিং সিস্টেম।
৬) উইন্ড অপারেটেড এনার্জি জেনারেটর।
৭) POS মেশিন কার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট রিডার্স।
৮) গ্রুপ ইন্সিওরেন্স ফর ডিফেন্স সার্ভিসেস।