শৈত্যপ্রবাহ চলতে থাকায় উত্তর ভারতজুড়ে ঘন কুয়াশা

শৈত্যপ্রবাহ চলতে থাকায় উত্তর ভারতজুড়ে ঘন কুয়াশা। দৃশ্যমানতা কমে যাওয়ায় ট্রেন এবং বিমান চলাচলে প্রভাব। দিল্লিমুখী অন্তত ২৬টি ট্রেন দেরিতে চলছে। ১১টি ট্রেন বাতিল। কুয়াশায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেরিতে ছেড়েছে একাধিক উড়ান। অবতরণের ক্ষেত্রেও সমস্যায় পড়ছেন পাইলটরা। দিল্লিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৫.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য শহরেও পারদ ক্রমশ করে নামছে। বেলা বাড়লেও কানপুর, লখনউ, মোরাদাবাদের মত শহরে সূর্যের দেখা মেলেনি।

Updated By: Jan 11, 2017, 09:50 AM IST
শৈত্যপ্রবাহ চলতে থাকায় উত্তর ভারতজুড়ে ঘন কুয়াশা

ওয়েব ডেস্ক: শৈত্যপ্রবাহ চলতে থাকায় উত্তর ভারতজুড়ে ঘন কুয়াশা। দৃশ্যমানতা কমে যাওয়ায় ট্রেন এবং বিমান চলাচলে প্রভাব। দিল্লিমুখী অন্তত ২৬টি ট্রেন দেরিতে চলছে। ১১টি ট্রেন বাতিল। কুয়াশায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেরিতে ছেড়েছে একাধিক উড়ান। অবতরণের ক্ষেত্রেও সমস্যায় পড়ছেন পাইলটরা। দিল্লিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৫.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য শহরেও পারদ ক্রমশ করে নামছে। বেলা বাড়লেও কানপুর, লখনউ, মোরাদাবাদের মত শহরে সূর্যের দেখা মেলেনি।

আরও পড়ুন ভর সন্ধেয় ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

অন্যদিকে, সকাল থেকেই ঘন কুয়াশায় মোড়া বর্ধমান। দৃশ্যমানতা খুবই কম। কুয়াশার ফলে আলু চাষিদের মাথায় হাত। এইভাবে কুয়াশার দাপট অব্যাহত থাকলে আলু গাছে নাবিধ্বসার আক্রমণ হবে। কুয়াশার জেরে অবশ্য তাপমাত্রাও অনেকটা বেড়ে গেছে। ফলে বর্ধমানে শীত হাইজ্যাক জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে।

আরও পড়ুন মেয়াদ উত্তীর্ণ ওষুধে ৬ মাসের শিশুকন্যার চিকিত্সার অভিযোগ

.