বিস্ফোরক হেডলি: নাশকতার হিটলিস্টে ছিল মুম্বই বিমান বন্দর, রেকি হয়েছিল গেটওয়ে অফ ইন্ডিয়ারও

চতুর্থদফার সাক্ষ্যদানেও বিস্ফোরক হেডলি। ভিডিও কনফারন্সিং সাক্ষ্যদানে  হেডলি জানিয়েছে, তার হিটলিস্টে ছিল মুম্বই বিমান বন্দর।  বিমানবন্দরে রেকিও করে ফেলেছিল হেডিল। রেকি করা করা হয়েছিল গেটওয়ে অফ ইন্ডিয়া, কাফে প্যারেডের মতো বাণিজ্যনগরীর গুরুত্বপূর্ণ এলাকায়।রেকি করা হয়েছিল ওরলিতেও। মুম্বইয়ের রেকি শেষে পাকিস্তানে পাড়ি দেয় সে। হামলাকারীর যাতে নিরাপদে মুম্বইতে কাজ করতে পারে তারজন্যও রেকি করেছিল হেডলি।  শেষপর্যন্ত কাফে প্যারেডকেই হামলার সেরা জায়গা হিসাবে বেছে নেওয়া হয়। মুম্বইয়ের ভিডিও ফুটেজ নিয়ে এরপর মেজর ইকবাল ও সাজিদ মীরের সঙ্গে দেখা করে সে। হামলার ছক ভেস্তে যাতে পারে বলে আইএসআইয়ের মেজর ইকবাল বাতিল করে দেয় কাফে প্যারেডে নাশকতার ছক।

Updated By: Feb 12, 2016, 12:07 PM IST
বিস্ফোরক হেডলি: নাশকতার হিটলিস্টে ছিল মুম্বই বিমান বন্দর, রেকি হয়েছিল গেটওয়ে অফ ইন্ডিয়ারও

ওয়েব ডেস্ক: চতুর্থদফার সাক্ষ্যদানেও বিস্ফোরক হেডলি। ভিডিও কনফারন্সিং সাক্ষ্যদানে  হেডলি জানিয়েছে, তার হিটলিস্টে ছিল মুম্বই বিমান বন্দর।  বিমানবন্দরে রেকিও করে ফেলেছিল হেডিল। রেকি করা করা হয়েছিল গেটওয়ে অফ ইন্ডিয়া, কাফে প্যারেডের মতো বাণিজ্যনগরীর গুরুত্বপূর্ণ এলাকায়।রেকি করা হয়েছিল ওরলিতেও। মুম্বইয়ের রেকি শেষে পাকিস্তানে পাড়ি দেয় সে। হামলাকারীর যাতে নিরাপদে মুম্বইতে কাজ করতে পারে তারজন্যও রেকি করেছিল হেডলি।  শেষপর্যন্ত কাফে প্যারেডকেই হামলার সেরা জায়গা হিসাবে বেছে নেওয়া হয়। মুম্বইয়ের ভিডিও ফুটেজ নিয়ে এরপর মেজর ইকবাল ও সাজিদ মীরের সঙ্গে দেখা করে সে। হামলার ছক ভেস্তে যাতে পারে বলে আইএসআইয়ের মেজর ইকবাল বাতিল করে দেয় কাফে প্যারেডে নাশকতার ছক।

 

.