কোভ্যাক্সিনের ট্রায়ালে প্রথম স্বেচ্ছাসেবী হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রীই করোনা পজিটিভ
আগামীকাল বেলা এগারোটায় তাঁর আর একটি ট্রায়াল ডোজ আছে।
নিজস্ব প্রতিবেদন: হরিয়ানায় নভেম্বর চালু হয়েছিল কোভ্যাক্সিনের থার্ড ফেজ ট্রায়াল। সেই ট্রায়ালে প্রথম স্বেচ্ছাসেবী হয়েছিলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি নেতা অনিল ভিজ। কিন্তু, ঘটনাচক্রে আজ, শনিবার তিনিই কোভিড পজিটিভ হলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
'ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ' (আইসিএমআর)-এর সঙ্গে যৌথভাবে 'ভারত বায়োটেক' যে 'কোভ্যাক্সিন' তৈরি করেছে গত ২০ নভেম্বর আম্বালার এক হাসপাতালে সেই ডোজ দেওয়া হয়েছিল অনিলকে। অনিল নিজে জানিয়েছেন, তিনিই ছিলেন তাঁর রাজ্যে ওই টিকার থার্ড ফেজের ট্রায়ালের প্রথম গ্রাহক। তবে তিনি নিজেই আজ করোনা পরীক্ষা করান। এবং তাঁর সংক্রমণ ধরা পড়ে। তিনি এ-ও জানান, আগামীকাল বেলা এগারোটায় তাঁর একটি ট্রায়াল ডোজ আছে।
অনিল-কাণ্ডে ভারত বায়োটেক কী বলছে তাদের টিকা নিয়ে?
ভারত বায়োটেক জানিয়েছে, তাদের টিকার ২৮ দিনের ব্যবধানে দু'টি ডোজ নিতে হয়। তারও ১৪ দিন পরে টিকা নেওয়া ব্যক্তি করোনা থেকে সুরক্ষিত হন। এবং ততদিনে তাঁর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। তার আগে সেই ব্যক্তির কিন্তু করোনা-আক্রান্ত হওয়া অসম্ভব নন।
ভারত বায়োটেক আরও জানিয়েছে, গোটা দেশে ২৫টি কেন্দ্রে মোট ২৬ হাজার মানুষ এই থার্ড ফেজ ট্রায়ালে যুক্ত আছেন। এই টিকাটিকেই পরীক্ষামূলক স্তরে সব চেয়ে ব্যাপক ভাবে দেওয়া গিয়েছে বলে জানিয়েছে তারা। এর ইতিবাচক ফলাফল নিয়েও যথেষ্ট আশাবাদী তারা।
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা-আক্রান্ত আরও প্রায় ৩৭ হাজার! মৃত ৫১২