ইয়া বড়! দাঁত তুলে বিশ্ব রেকর্ড গুজরাটের চিকিত্সকের

গুজরাটের ভদোদরার বাসিন্দা ডা. জয়মিন প্যাটেল। পেশায় দন্ত চিকিত্সক। দাঁতের হাজারো সমস্যা নিয়ে রোজ কত রোগী আসেন তাঁর চেম্বারে। সেদিনও সেরকমই এক কলেজ পড়ুয়ার দাঁতে অসহ্য যন্ত্রণা হওয়ায়, তাঁর অপারেশনের সিদ্ধান্ত নেন ডা. জয়মিন প্যাটেল।

Updated By: Feb 23, 2017, 08:27 PM IST
ইয়া বড়! দাঁত তুলে বিশ্ব রেকর্ড গুজরাটের চিকিত্সকের

ওয়েব ডেস্ক : গুজরাটের ভদোদরার বাসিন্দা ডা. জয়মিন প্যাটেল। পেশায় দন্ত চিকিত্সক। দাঁতের হাজারো সমস্যা নিয়ে রোজ কত রোগী আসেন তাঁর চেম্বারে। সেদিনও সেরকমই এক কলেজ পড়ুয়ার দাঁতে অসহ্য যন্ত্রণা হওয়ায়, তাঁর অপারেশনের সিদ্ধান্ত নেন ডা. জয়মিন প্যাটেল।

৩০ মিনিট ধরে চলে অপারেশন। আর তারপরই চক্ষু চড়কগাছ। বাপরে এটা কী? এটা দাঁত! সাধারণভাবে একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁতের দৈর্ঘ্য হয় ২০ মিলিমিটার। কিন্তু তাঁর তোলা দাঁতটির দৈর্ঘ্য ৩.৭ সেন্টিমিটার। আর এরফলেই এখন বিশ্বরেকর্ড জয়মিন প্যাটেলের মাথায়। নাম উঠতে চলেছে গিনেস বুকে।

পৃথিবীর সবথেকে লম্বা দাঁত তোলার রেকর্ড এর আগে ছিল ২০০৯ সালে চিনের লে চু-র। ৩.২ সেন্টিমিটার দাঁত তুলেছিলেন তিনি। এবারের দাঁতটি তার থেকেও ৫ মিলিমিটার বেশি লম্বা।

আরও পড়ুন, চতুর্থ সন্তান হিসেবে প্রধানমন্ত্রীকেই 'দত্তক' নিতে চাইল এই দম্পতি!

.