LIVE UPDATE: কচ্ছপের দৌড় কংগ্রেসের, ১০০ থেকে কমল বিজেপি

সর্বশেষ ফল জানতে ক্লিক করুন- 24 Ghanta

Updated By: Dec 18, 2017, 04:50 PM IST
LIVE UPDATE: কচ্ছপের দৌড় কংগ্রেসের, ১০০ থেকে কমল বিজেপি

নিজস্ব প্রতিবেদন: গুজরাটে বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কংগ্রেস। সকাল ১০টা পর্যন্ত ভোট গণনায় এগিয়ে গেল বিজেপি। এই মুহূর্তে ১০০ আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৮০ আসনে। সকাল থেকে দীর্ঘক্ষণ এগিয়ে ছিল কংগ্রেস। এবার আবার পেছন থেকে সামনে চলে এল বিজেপি।

সর্বশেষ ফল জানতে ক্লিক করুন- 24 Ghanta

- এখনও পর্যন্ত ৭৪ আসনে জয়ী ভারতীয় জনতা পার্টি, এগিয়ে ২৬ আসনে। 

- ৫৯ আসনে জয়ী বিজেপি। ৫৩ আসনে জয়ী কংগ্রেস। 

- ১০০ থেকে নামল বিজেপি।  

- জিগনেশ মেবানি এবং অল্পেশ ঠাকুর দুই প্রার্থীই জয়ী। 

- ১০০ থেকে কমে এখন ৭৬ আসনেই এগিয়ে বিজেপি (জয়ী- ২৩)। কংগ্রেস এগিয়ে ৬১ (জয়ী- ১৭)। 

- ১২টা ৫৭ মিনিটে পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত  ৬ আসনে জয়ী বিজেপি, এগিয়ে ৯৭ আসনে। কংগ্রেস এগিয়ে ৭২ আসনে। জয়ী ১ আসনে। 

- ১১ টা ৩২ পর্যন্ত পাওয়া ফল অনুযায়ী বিজেপি গুজরাটে এগিয়ে ১০২ আসনে। ৭৫ আসনে এগিয়ে কংগ্রেস। 

- সকাল ১১টা ১১ পর্যন্ত প্রকাশিত ফল অনুযায়ী গুজরাটে বিজেপি এগিয়ে ১০৭ আসনে। কংগ্রেস এগিয়ে ৭০ আসনে। বাকি ৫ আসনে এগিয়ে অন্যান্যরা। 

- গুজরাটে ম্যাজিক ফিগার টপকে ১১০ আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৬৮ আসনে। 

- নির্দল প্রার্থী জিগনেশ মেবানি এগিয়ে ১০ হাজারেরও বেশি ভোটে। পিছিয়ে বিজেপি। 

- গুজরাটের দখল নিতে চলেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি এগিয়ে ১০৯ আসনে। রাহুলের কংগ্রেস এগিয়ে ৬৯ আসনে। 

- রাজকোট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।

- সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত প্রকাশিত ফল অনুযায়ী ১০৮ আসনে এগিয়ে গেল বিজেপি। কংগ্রেসের লিড ৭০ আসনে। 

- আরও এগিয়ে ভারতীয় জনতা পার্টি। নরেন্দ্র মোদীর দল এগিয়ে ১০৫ আসনে। 

- গুজরাটে এগিয়ে বিজেপি (১০৪) । পিছিয়ে কংগ্রেস (৭৭)। 

- সকাল ৯ টা ৪৫ পর্যন্ত গণনার পর ৯৪ টি আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপি এগিয়ে ৮৬ টি আসনে। ২টি আসনে এগিয়ে রয়েছে অন্যান্যরা।

- সকাল ৯টা পর্যন্ত গণনার পর ৮৪ আসনে এগিয়ে বিজপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ৮০টি আসন। অন্যান্যরা এগিয়ে রয়েছেন ২টি আসনে। 

সর্বশেষ ফল জানতে ক্লিক করুন- 24 Ghanta

- গুজরাট নির্বাচনের রায় আজ। ভোট গণনা শুরু হয়েছে সকাল ৮টা থেকে।  

- নিজের কেন্দ্রে পিছিয়ে থেকে এগিয়ে গেলেন গুজরাটের বিজেপি মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। 

- নিজের কেন্দ্রে এগিয়ে কংগ্রেস নেতা অল্পেশ ঠাকোর।   

- গুজরাট ভোটে মেহসেনা কেন্দ্রে পিছিয়ে পরেছেন উপ-মুখ্যমন্ত্রী নীতিন ভাই প্যাটেল।    

 

.