গুজরাটে চলছে শেষ দফার ভোট, নজর গোটা দেশের

গুজরাটে শুরু হল দ্বিতীয় অর্থাত চূড়ান্ত দফার ভোট গ্রহণ পর্ব। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ১৪টি জেলার ৯৩টি আসনে চলছে ভোটগ্রহণ। চূড়ান্ত দফায় বৃহস্পতিবার ভোট দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহ। পাশাপাশি এই দফায় ৮৫১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২.২২ কোটি মানুষ।

Updated By: Dec 14, 2017, 09:31 AM IST
গুজরাটে চলছে শেষ দফার ভোট, নজর গোটা দেশের

নিজস্ব প্রতিবেদন : গুজরাটে শুরু হল দ্বিতীয় অর্থাত চূড়ান্ত দফার ভোট গ্রহণ পর্ব। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ১৪টি জেলার ৯৩টি আসনে চলছে ভোটগ্রহণ। চূড়ান্ত দফায় বৃহস্পতিবার ভোট দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহ। পাশাপাশি এই দফায় ৮৫১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২.২২ কোটি মানুষ।

চূড়ান্ত দফায় উল্লেখযোগ্য ভোটগ্রহণ কেন্দ্র হল, বনসকাঁঠা, পাটান, সবরকান্তা, মেহসেনা, গান্ধীনগর, আহমেদাবাদ, আরাভাল্লি, মহিসাগর, পাঁচমহল, দাদর, খেদা, আনন্দ, বদদোরা এবং ছোটা উদিপুর। জানা যাচ্ছে, দ্বিতীয় দফার জন্য ১৪,৫২৩টি জায়গায় ২৫,৫৭৫টি বুথ তৈরি কথা হয়েছে। শেষ দফায় ভাগ্য নির্ধারণ হবে জিগ্নেশ মেবানি, অল্পেশ ঠাকোর এবং নীতিন প্যাটেল, এই ৩ হেভিওয়েটের।

বৃহস্পতিবার ভোট গ্রহণ পর্ব শুরু হতেই টুইট করেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম। গুজরাটের মানুষের উদ্দেশে তিনি লেখেন, প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে যান এবং ভোট দিয়ে আসুন। তিনি আরও বলেন, এবার সময় এসেছে, ২২ বছর পর সরকার পরিবর্তনের। পাশাপাশি ভোট দিয়ে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার ডাক দিয়েছেন রাহুল গান্ধীও। 

ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা..

 

 

.