Gujarat Couple: ২০০ কোটি বিলিয়ে সাধু হয়েছেন, গুজরাটের সেই দম্পতি ছাদ থেকে ওড়াচ্ছেন রাশি-রাশি টাকা!

বলা হচ্ছে তাদের দীক্ষা মিছিলের ভিডিয়োটি ফেব্রুয়ারি মাসের। জানা গিয়েছে যে এই মিছিল চার কিলোমিটার লম্বা ছিল। সেই মিছিলে ওই দম্পতিকে জমকালো পোশাক এবং অলঙ্কার পরিহিত অবস্থায় দেখা যায়। পাশাপাশি এই মিছিল চলাকালীন তাঁদের স্থানীয় লোকেদের মধ্যে টাকা ছড়াতে দেখা গিয়েছে।

Updated By: Apr 16, 2024, 03:04 PM IST
Gujarat Couple: ২০০ কোটি বিলিয়ে সাধু হয়েছেন, গুজরাটের সেই দম্পতি ছাদ থেকে ওড়াচ্ছেন রাশি-রাশি টাকা!
ছবি: ট্যুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুজরাটের এক জৈন দম্পতি সবরকন্ঠর রাস্তায় একটি ধর্মীয় প্রক্রিয়া চলাকালীন ২০০ কোটি টাকার বৃষ্টি করেছেন বলে জানা গিয়েছে। এই ঘটনার ভিজ্যুয়ালগুলি অনলাইনে প্রকাশিত হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে ভবেশ ভান্ডারি নামে ব্যবসায়ী এবং তার স্ত্রী সন্ন্যাসী হওয়ার প্রক্রিয়ায় সমাজে তাদের জিনিসপত্র দান করছেন।

আরও পড়ুন: UP | BJP Sticker on Car: বিজেপির স্টিকার সাঁটা গাড়ি, ২ অর্ধনগ্ন যুবক, মদের বোতল এবং যোগী রাজ্য...

বলা হচ্ছে তাদের দীক্ষা মিছিলের ভিডিয়োটি ফেব্রুয়ারি মাসের। জানা গিয়েছে যে এই মিছিল চার কিলোমিটার লম্বা ছিল। সেই মিছিলে ওই দম্পতিকে জমকালো পোশাক এবং অলঙ্কার পরিহিত অবস্থায় দেখা যায়। পাশাপাশি এই মিছিল চলাকালীন তাঁদের স্থানীয় লোকেদের মধ্যে টাকা ছড়াতে দেখা গিয়েছে।

 

প্রতিবেদন অনুসারে, তাদের দুই বাচ্চা ইতিমধ্যেই ২০২২ সালে সন্ন্যাস গ্রহণ করেছে। ওই দম্পতি এই বছরের ২২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস স্তরে প্রবেশ করবেন বলে জানা গিয়েছে। ভান্ডারি এবং তার স্ত্রী ২০২৪ সালের শুরুতে আধ্যাত্মিক পথে চলার সিদ্ধান্ত নিয়েছিলেন। ফেব্রুয়ারি মাসে তারা একটি কঠোর জীবনযাপন করার জন্য নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ করে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Hottest place in India: চুরুর চেয়েও উষ্ণ, মরুভূমির গরমকে টেক্কা দিল এই 'ফ্রাইং প্যান' শহরগুলি!

এই মাসের নির্দিষ্ট দিনের পরে, ওই স্বামী এবং স্ত্রী সন্ন্যাসী হবেন এবং জৈন সন্ন্যাসী হবেন যাদের খালি পায়ে হাঁটা এবং ভিক্ষায় বেঁচে থাকা সহ ব্রহ্মচর্য এবং অন্যান্য ধর্মীয় অনুশীলন গ্রহণ করতে হবে।

তাদের পারিবারিক বন্ধনও ছিন্ন করতে হবে এবং তাদের পার্থিব সম্পদ সম্পূর্ণরূপে বিসর্জন করতে হবে।

দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.