ইশারাই কাফি, গুজরাট ও হিমাচলে জয়ের ইঙ্গিত আসতেই বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী
গুজরাট ও হিমাচলে কংগ্রেসের থেকে অনেক এগিয়ে বিজেপি। নিজের খুশি লুকিয়ে রাখতে পারলেন না নরেন্দ্র মোদী।
নিজস্ব প্রতিবেদন: প্রাথমিক লড়াইয়ে কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন। তবে সময় যেতেই স্পষ্ট হচ্ছে, গুজরাটের 'বাহুবলী' নরেন্দ্র দামোদরদাস মোদীই। ইতিমধ্যেই একশো আসন পেরিয়ে গিয়েছে বিজেপি। হিমাচলপ্রদেশ থেকেও আসছে সুখবর। সেখানে কংগ্রেস লড়াইয়েই নেই। অর্ধেকেরও বেশি আসনে এগিয়ে গেরুয়া শিবির।
আরও একবার নির্বাচনী বৈতরণী দলকে পার করানোর পথে নরেন্দ্রভাই। আর সেই খুশিই ধরা পড়ল তাঁর চোখে। শীতকালীন অধিবেশনে সংসদে ঢোকার মুখে 'ভিকট্রি সাইন' দেখালেন মোদী।
Delhi: Prime Minister Narendra Modi arrives in the Parliament, flashes victory sign. #ElectionResults pic.twitter.com/X508VBydeW
— ANI (@ANI) 18 December 2017
#WATCH: Prime Minister Narendra Modi flashes victory sign as he arrives at the Parliament. #ElectionResults pic.twitter.com/Q4PRNjMpoK
— ANI (@ANI) 18 December 2017
গুজরাটে নরেন্দ্র মোদীই ছিলেন দলের প্রচারমুখ। নির্বাচনী প্রচারে গোটা গুজরাট চষে বেড়িয়েছেন তিনি। শেষবেলায় সি প্লেন নামিয়ে চমকও দিয়েছিলেন। গুজরাটের নির্বাচন তাঁর কাছে মরণবাঁচন লড়াইয়ে পরিণত হয়েছিল। সেই লড়াইয়ে 'ভিকট্রির' পথে নরেন্দ্র দামোদরদাস মোদী।