ক্রমশ ব্যবধান বাড়িয়ে গুজরাটে ক্ষমতা ধরে রাখার পথে বিজেপি

গুজরাট ও হিমাটলপ্রদেশে ব্যবধান বাড়াচ্ছে বিজেপি। দুই রাজ্যে অর্ধেক পথ পেরিয়ে গেল তারা। 

Updated By: Dec 18, 2017, 10:43 AM IST
ক্রমশ ব্যবধান বাড়িয়ে গুজরাটে ক্ষমতা ধরে রাখার পথে বিজেপি

নিজস্ব প্রতিবেদন: গুজরাট ও হিমাচলপ্রদেশে সরকার গড়ার পথে বিজেপি। গুজরাটে প্রথম রাউন্ডে কড়া টক্কর হলেও ক্রমশই ব্যবধান বাড়াচ্ছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই একশো আসন পেরিয়ে গিয়েছে বিজেপি। ১০৭টি আসনে এগিয়ে তারা। কংগ্রেস এগিয়ে ৭১টি আসনে। 

নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, ব্যবধান আরও বেশি। বিজেপি ৯৮টি আসনে এগিয়ে। কংগ্রেস এগিয়ে ৭০টি আসনে। 

হিমাচলপ্রদেশেও অস্তাচলে কংগ্রেস। সে রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে বিজেপি। ৪১টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২২টি আসনে। 

.