আর্থিক বৃদ্ধির হার কমতে পারে, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

চলতি আর্থিক বছরে দেশের আর্থিক বৃদ্ধির হার কমার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়।

Updated By: Jan 8, 2012, 12:08 PM IST

চলতি আর্থিক বছরে দেশের আর্থিক বৃদ্ধির হার কমার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। আজ প্রণববাবু জানান, ডলারের তুলনায় টাকার দাম কমার প্রবণতা জারি থাকবে। চলতি আর্থিক বছরে আর্থিক বৃদ্ধির হার ৭.৫ শতাংশ করার লক্ষ্যমাত্রা ধার্য করেছিল কেন্দ্র। কিন্তু আর্থিক বৃদ্ধির হার লক্ষ্যমাত্রার থেকে কম হবে বলেও জানান তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ` টাকার দাম অনেকটাই নির্ভর করে বিশ্ব অর্থনীতির উপর। ইউরো জোনে ঋণ সমস্যার জন্য টাকার দাম কমার প্রবণতা চলতে থাকবে `। ২০১১-১২ সালে দেশের আর্থিক ঘাটতির হার মোট জাতীয় উত্পাদনের ৪.৬ শতাংশে ধরে রাখাটাও একটা বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন প্রণববাবু।

.