কংগ্রেসকে জোট ছাড়ার দরজা দেখালেন মুখ্যমন্ত্রী, আপসের বার্তা হাইকমান্ডের

মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম হুঁশিয়ারিতেও সুর নরম কংগ্রেস  হাইকমান্ডের।

Updated By: Jan 7, 2012, 08:07 PM IST

কংগ্রেস-তৃণমূল কংগ্রেস সংঘাত চরমে। শনিবার কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, দরজা খোলা আছে। কংগ্রেস চাইলে জোট ছেড়ে বেরিয়ে যেতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম হুঁশিয়ারিতেও সুর নরম কংগ্রেস হাইকমান্ডের। বিষয়টিকে যতটা সম্ভব লঘু করার চেষ্টা করে কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভির বক্তব্য, জোট রাজনীতিতে এরকম হয়। এবং আলোচনার মাধ্যমেই বিষয়টির সমাধান করা হবে। কংগ্রেস-তৃণমূল সম্পর্কে চিড় ধরাতে বিজেপি কলকাঠি নাড়ছে বলেও দাবি করেন তিনি।
আলোচনার মাধ্যমে তৃণমূলের সঙ্গে বিরোধ মেটানোর কথা ইতিমধ্যেই শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর গলাতেও। যদিও হাইকম্যান্ডের পথে হাঁটতে নারাজ প্রদেশ কংগ্রেস। তৃণমূল নেত্রীর এদিনের বক্তব্যের তীব্র সমালোচনায় সরব কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যের বক্তব্য, রাজ্য মন্ত্রিসভা থেকে কংগ্রেসের মন্ত্রীরা বেরিয়ে আসবে কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে হাইকমান্ড। রাজ্যের কোনও নেতা বা নেত্রীর ইচ্ছার উপর তা নির্ভর করে না। কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সির প্রতিক্রিয়া, কংগ্রেসকে বারবার সিপিআইএমের বি-টিম বলা হচ্ছে। কিন্তু এফডিআই, লোকপাল বিলের বিরোধিতায় বিজেপি ও বামেদের সঙ্গেই সুর মিলিয়েছিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মতোই ঔদ্ধত্যের সুর শোনা যাচ্ছে বলে কটাক্ষ করেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিস্তা চুক্তি, লোকপাল বিল, পেট্রোলের মূল্যবৃদ্ধি, এফডিআই। বিভিন্ন ইস্যুতে ইতিমধ্যেই কেন্দ্রের বিরোধিতায় বারবার সরব হয়েছে ইউপিএ সরকারের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস। ক্রমেই দুই দলের সম্পর্ক তিক্ত থেকে তিক্ততর হয়েছে। সম্প্রতি ইন্দিরাভবনের নাম পরিবর্তন ইস্যুতে সেই কাজিয়া তুঙ্গে।

.