ফের কমতে পারে সুদের হার! মার্চেই কি ফের মূল্যবৃদ্ধি?

 দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে রিজার্ভ ব্যাঙ্কের কাছে সুদ কমানোর আবেদন করেছে কেন্দ্র। 

Updated By: Nov 29, 2017, 02:08 PM IST
ফের কমতে পারে সুদের হার! মার্চেই কি ফের মূল্যবৃদ্ধি?

নিজস্ব প্রতিবেদন: ঝিমিয়ে পড়া ভারতীয় অর্থনীতিকে চনমনে করতে সুদ ছাঁটাইয়ের জন্য রিজার্ভ ব্যাঙ্কের কাছে আবেদন করল কেন্দ্র। বুধবার সে কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। 

আরও পড়ুন: ল্যাব টেস্টে ডাহা ফেল ম্যাগি, ইউপিতে বিপুল টাকা জরিমানা নেসলে ইন্ডিয়াকে

রয়টার্সকে দেওয়া সাক্ষাত্কারে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘আমরা আশা রাখছি আরবিআই সুদের হার কমাবে। এই ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া না হলেও, পরবর্তী ঋণনীতি পর্যালোচনার বৈঠকে এ বিষয়ে নিশ্চয় সিদ্ধান্ত নেওয়া হবে।'

প্রসঙ্গত, গত ঋণনীতি পর্যালোচনা বৈঠকে ৬ শতাংশ রেপো রেট ও ৫.৭৫ শতাংশ হারে রিভার্স রেপো রেট বেঁধে দেওয়া হয়। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে বিশেষজ্ঞমহল। কিন্তু গাড়ি, বাড়ি ক্ষেত্রে সুদের হার না কমায় শিল্পমহল ধাক্কা খায়। কপালে চিন্তার ভাঁজ পড়ে সরকারেরও। 

আরও পড়ুন: কিংয়ের সঙ্গে ডিনার সারবেন 'ডন কন্যা', মেনুতে থাকছে কাবাব-কুলফি-কোফতা
তাই, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে রিজার্ভ ব্যাঙ্কের কাছে সুদ কমানোর আবেদন করেছে কেন্দ্র। তবে বিশেষজ্ঞরা বলছেন, রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার কমালেও, তাতে খুচরো মূল্যবৃদ্ধিতে প্রভাব পড়বে না। 

.