টিম মোদীতে থাকছেন কে কে? সরকার গঠন নিয়ে তৎপরতা তুঙ্গে বিজেপি শিবিরে

সরকার গঠন নিয়ে তত্‍পরতা তুঙ্গে বিজেপি শিবিরে। দলীয় নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন নরেন্দ্র মোদী। আজ তিনি বৈঠকে বসেছিলেন অরুণ জেটলির সঙ্গে। গতকালই আডবাণীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী। সম্ভবত মন্ত্রিসভা গঠন নিয়ে আডবাণীর মতামত নিতে গিয়েছিলেন তিনি। মন্ত্রিসভা গঠনে যে তিনি আডবাণীর মতকে গুরুত্ব দিচ্ছেন, সম্ভবত সেই বার্তাটাও দিতে চেয়েছেন ভাবী প্রধানমন্ত্রী। নতুন সরকার নিয়ে দফায় দফায় আলোচনায় বসছেন অন্য বিজেপি নেতারাও। আজ সকালে দফায় দফায় রাজনাথ সিংয়ের বাড়িতে যান সুষমা স্বরাজ, বরুণ গান্ধী, উমা ভারতীরা।

Updated By: May 19, 2014, 01:53 PM IST

সরকার গঠন নিয়ে তত্‍পরতা তুঙ্গে বিজেপি শিবিরে। দলীয় নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন নরেন্দ্র মোদী। আজ তিনি বৈঠকে বসেছিলেন অরুণ জেটলির সঙ্গে। গতকালই আডবাণীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী। সম্ভবত মন্ত্রিসভা গঠন নিয়ে আডবাণীর মতামত নিতে গিয়েছিলেন তিনি। মন্ত্রিসভা গঠনে যে তিনি আডবাণীর মতকে গুরুত্ব দিচ্ছেন, সম্ভবত সেই বার্তাটাও দিতে চেয়েছেন ভাবী প্রধানমন্ত্রী। নতুন সরকার নিয়ে দফায় দফায় আলোচনায় বসছেন অন্য বিজেপি নেতারাও। আজ সকালে দফায় দফায় রাজনাথ সিংয়ের বাড়িতে যান সুষমা স্বরাজ, বরুণ গান্ধী, উমা ভারতীরা।

দীর্ঘ তিরিশ বছর পর একক সংখ্যাগরিষ্ঠতার সরকার ক্ষমতায় এল কেন্দ্রে। নতুন সরকারের কাছে সাধারণ মানুষের চাওয়া পাওয়া কিন্তু সেই বুনিয়াদি উন্নয়ন। শিক্ষা স্বাস্থ্য আর কর্মসংস্থান। মোদীজীর সরকার দেশের বেকার সমস্যা ঘোচাবেন। আশা কলকাতার মানুষেরও।

২৮৫টি আসন। একক সংখ্যা গরিষ্ঠতায় সরকার গঠন করতে চলেছে বিজেপি। শরিকি অঙ্ক কষার চাপটা অন্তত নেই সদ্য নির্বাচত ভারতীয় জনতা দলের। দীর্ঘ তিন দশকের অস্থিরতা কাটিয়ে স্থিতিশীল সরকারের কাছে তাই প্রত্যাশাটাও বেশি মানুষের।

বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এসেছেন মোদী। তবে যত প্রতিশ্রুতি দিয়েছেন তার অর্ধেক পূরণ করতে পারলেই খুশি হবেন মানুষ।

.