মে মাস থেকে কমছে রোমিং চার্জ

মে মাস থেকে কমতে চলেছে ফোনের খরচা। অন্য রাজ্যে পা রাখলেই মোবাইলের খরচা দ্রুত বাড়তে থাকে। তবে ভরসার কথা এই যে, অল্প হলেও কমছে রোমিংয়ের খরচ। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) নিয়ে এল এই নতুন রোমিং স্কিম।

Updated By: Apr 9, 2015, 05:13 PM IST
মে মাস থেকে কমছে রোমিং চার্জ

ওয়েব ডেস্ক: মে মাস থেকে কমতে চলেছে ফোনের খরচা। অন্য রাজ্যে পা রাখলেই মোবাইলের খরচা দ্রুত বাড়তে থাকে। তবে ভরসার কথা এই যে, অল্প হলেও কমছে রোমিংয়ের খরচ। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) নিয়ে এল এই নতুন রোমিং স্কিম।

বেড়াতে গেল সব সময় কাঁটার মতো খচখচ করে রোমিংয়ের বিলের ব্যাপারটা। সাধারণতঃ ইনকামিং ফোনে প্রতি মিনিটে খরচ হয় ০.৭৫ টাকা। টেলিকম অথরিটি তা কমিয়ে করল ০.৪৫ টাকায় নিয়ে এসেছে। ইন্টার সারকেল আউটগোয়িং কল চার্জ যেখানে প্রতি মিনিটে ১.৫০ , এখন কমে সেই চার্জ হবে ১.১৫ টাকা। মেসেজে এক টাকার বদলে লাগবে মাত্র পঁচিশ পয়সা। এর আগে ২০১৩ সালে রোমিং কল চার্জ সংশোধন করা হয়েছিল

.