সিলিন্ডার ফেটে কুম্ভমেলায় অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, রান্না করার সময় অসাবধানবশত আগুন লাগে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। রান্না করার সময় ঠিক কীভাবে আগুন লাগল, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদন: কুম্ভমেলায় অগ্নিকাণ্ড। সোমবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত ওই মেলায় আগুন লাগে। দিগম্বর আখড়া ও তার আশপাশের তাঁবুগুলি পুড়ে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কয়েকটি গাড়ি। দমকল কর্মীদের প্রচেষ্টাতেই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: মাথার উপর দিয়ে চলে গেল ট্রাকের চাকা, তারপর উঠে দাঁড়ালেন যুবক
আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় ক্ষয়ক্ষতি তেমন হয়নি। হতাহতেরও কোনও খবর নেই। তবে দিগম্বর আখড়ার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, রান্না করার সময় অসাবধানবশত আগুন লাগে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। রান্না করার সময় ঠিক কীভাবে আগুন লাগল, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
অগ্নিকাণ্ডের সময় একটি সিলিন্ডারেও বিস্ফোরণ ঘটে। তবে পুলিশ দ্রুত আতঙ্ক ছড়ানো আটকায়। পূণ্যার্থীদের সচেতন করে দেয় পুলিশ। ফলে প্রাথমিকভাবে হুড়োহুড়ি পড়লেও সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
আরও পড়ুন: ইংরেজি পড়ানোর নতুন এই কায়দা দেখলে আপনারও স্কুলে যেতে ইচ্ছে করবে
প্রয়াগরাজে এবার অর্ধকুম্ভ। আগামিকাল সেখানে শাহী স্নান সারবেন কয়েক কোটি পূণ্যার্থী। তার ঠিক আগে এই ঘটনা নতুন করে চিন্তা বাড়িয়েছে পুলিশ-প্রশাসনের। ফলে সোমবার থেকে কুম্ভমেলায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।