জম্মু-কাশ্মীরে জঙ্গি-সেনা লড়াই

  কাশ্মীরের সপোরের চানকান এলাকায় লস্কর জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে।পুলিস ও সেনার কাছে খবর ছিল ওই এলাকায় লুকিয়ে রয়েছে দুই লস্কর ই তৈবার জঙ্গি। এরপরই যৌথভাবে অভিযানে নামে সেনা ও পুলিস। গোটা এলাকা ঘিরে রেখা হয়েছে।

Updated By: Jan 14, 2015, 11:34 AM IST
 জম্মু-কাশ্মীরে জঙ্গি-সেনা লড়াই

শ্রীনগর:  কাশ্মীরের সপোরের চানকান এলাকায় লস্কর জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে।পুলিস ও সেনার কাছে খবর ছিল ওই এলাকায় লুকিয়ে রয়েছে দুই লস্কর ই তৈবার জঙ্গি। এরপরই যৌথভাবে অভিযানে নামে সেনা ও পুলিস। গোটা এলাকা ঘিরে রেখা হয়েছে।

সকাল হতেই সেনা ও জম্মু-কাশ্মীর পুলিসের সঙ্গে যৌথ ভাবে অভিযান শুরু করেছে।  চানখান এলাকার সবটাই ঘিরে রেখেছে পুলিস। সেখানের বেশ কিছু বাড়িতেব জঙ্গিরা গা ঢাকা দিয়ে রয়েছে বলে খবর।

সূত্রের খবর লস্কর কমান্ডার আবু হুজাফিয়া রয়েছে হামলাকারীদের সঙ্গে। তাঁকে বেশকিছু নাশকতার অপরাধে খুঁজছে পুলিস।

 

.