Farm Laws বাতিল না করলে 'ঘর ওয়াপসি'-র প্রশ্ন নেই, সপ্তম বৈঠক শেষে হুঙ্কার কৃষকদের

সোমবারের আলোচনা নিয়ে অল ইন্ডিয়া কিষান সভায় সাধারণ সম্পাদক হান্নান মোল্লা বলেন, প্রবল চাপে রয়েছে কেন্দ্র। আমরা সবাই বলেছি কৃষি আইন প্রত্যাহারই আমাদের মূল দাবি। অন্য কোনও বিষয়ে আলোচনা করতে রাজী নই।

Updated By: Jan 4, 2021, 11:50 PM IST
Farm Laws বাতিল না করলে 'ঘর ওয়াপসি'-র প্রশ্ন নেই, সপ্তম বৈঠক শেষে হুঙ্কার কৃষকদের

নিজস্ব প্রতিবেদন: নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কেন্দ্রের সঙ্গে সপ্তম দফার আলোচনাও ব্যর্থ। পরবর্তী বৈঠক হবে ৮ জানুয়ারি।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আজ বৈঠক শেষে জানিয়েছেন, 'প্রতিটি আইন ধরে ধরে আলোচনা করা হবে। সরকার ওই ৩ আইন সংশোধন করতে প্রস্তুত। ' কিন্তু কিষান মজদুর সংঘর্ষ মঞ্চের নেতা স্বরণ সিং পান্ধারের দাবি, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী সাফ জানিয়েছেন নয়া ৩ কৃষি আইন প্রত্যাহার করা হবে না।  প্রয়োজন কৃষকরা সুপ্রিম কোর্টে যেতে পারে।

আরও পড়ুন-নিজের নামে স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) কার্ড করালেন মুখ্যমন্ত্রী

কেন্দ্রের সঙ্গে সোমবারের আলোচনা নিয়ে ভারতীয় কিষাণ ইউনিয়ন মুখপাত্র রাকেশ সিং টিকায়েক সংবাদমাধ্যমে বলেন, এমএসপির গ্যারান্টি, কৃষি আইন প্রত্যাহার নিয়েই বৈঠক ছিল। সরকার মানতে চায়নি। কানুন ওয়াপসি নয় তো, ঘর ওয়াপসিও নয়। 

সোমবারের আলোচনা নিয়ে অল ইন্ডিয়া কিষান সভায় সাধারণ সম্পাদক হান্নান মোল্লা বলেন, প্রবল চাপে রয়েছে কেন্দ্র। আমরা সবাই বলেছি কৃষি আইন প্রত্যাহারই আমাদের মূল দাবি। অন্য কোনও বিষয়ে আলোচনা করতে রাজী নই। যতক্ষণ না আইন প্রত্যাহার করা হবে ততক্ষণ আন্দোলন চলবে।

আরও পড়ুন-'রাজ্যকে না দিয়ে সরাসরি টাকা পাঠাতে চায় কেন্দ্র', কিসান নিধিতে সায় Mamata-র  

এদিনের  বৈঠক নিয়ে হতাশ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। সংবাদমাধ্যমে তিনি বলেন, কৃষি আইনের প্রতিটি ক্লজ ধরে ধরে আলোচনা করতে চাই। কৃষকরা আইন প্রত্যাহারের দাবিতে এখনও অনড় তাই কোনও সিদ্ধান্তে পৌঁছনো গেল না। এরপর যখন কোনও বৈঠক হবে তখন আশাকরি তা ইতিবাচকই হবে।  আশাকরি কোনও একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে।

.