পুজোর মুখেই প্ল্যাটফর্ম টিকিটের দাম বেড়ে একলাফে দ্বিগুণ!

Updated By: Sep 18, 2017, 07:07 PM IST
পুজোর মুখেই প্ল্যাটফর্ম টিকিটের দাম বেড়ে একলাফে দ্বিগুণ!

ওয়েব ডেস্ক:  পুজোর মুখেই প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়াল দক্ষিণ পূর্ব রেল। এক লাফে দ্বিগুণ হল প্ল্যাটফর্ম টিকিটের দাম। ১০ টাকা থেকে টিকিটের দাম বেড়ে হল ২০ টাকা। আগামী      ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই ৭ সপ্তাহ প্ল্যাটফর্ম টিকিটের দাম বর্ধিত হারে নেওয়া হবে।

পুজোর সময়ে এমনিতেই স্টেশনে ভিড় উপচে পড়ছে। কেউ বাড়ি ফিরছেন। কেউ বা বাড়ি যাচ্ছেন। সঙ্গে পরিবার পরিজনও আসছেন স্টেশনে। তাই হঠাত্ করে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে দেওয়ায় ক্ষুদ্ধ যাত্রীরা।

কিন্তু হঠাত্ এই সিদ্ধান্ত কেন নিল রেল?

২০১৫ সালে রেল বোর্ড নোটিফিকেশন জারি করেছিল। তাতে বলা হয়েছে, সে সময়ই প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানোর আভাস ছিল। এবং সেটি যে কোনও জোনের বাড়তে পারে। এবারে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ার ক্ষেত্রে রেলের দাবি, উত্সবের মরশুমে ভিড় এড়াতেই প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হল।

কিন্তু সেক্ষেত্রেও প্রশ্ন উঠছে, উত্সবের মরশুমে কেবল দক্ষিণ পূর্ব রেলই কেন প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়াল?  সে বিষয়ে কোনও সদুত্তর পাওয়া যায়নি রেল কর্তৃপক্ষের তরফে।

.