ভারতের পছন্দ অনু‌যায়ী ফাইটার জেট তৈরি করে দেব, প্রস্তাব লকহিড মার্টিনের

সংস্থার ভাইস প্রেসিডেন্ট বিবেক লাল সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, আমরা ভারতের প্রয়োজন মতো এফ-৩৫ ফাইটার জেট তৈরি করে দেব

Updated By: Jan 20, 2018, 08:12 PM IST
ভারতের পছন্দ অনু‌যায়ী ফাইটার জেট তৈরি করে দেব, প্রস্তাব লকহিড মার্টিনের

নিজস্ব প্রতিবেদন: এবার ভারতের প্রয়োজন মতোই F-35 জঙ্গি বিমান তৈরির প্রস্তাব দিল মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থা লকহেড মার্টিন। শুধু তাই নয়, সংস্থার তরফে জানানো হয়েছে ওই বিমানের ফিচারস হবে একেবার আধুনিক ও অনন্য।


মার্কিন বিমান সংস্থার ভাইস প্রেসিডেন্ট বিবেক লাল সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, আমরা ভারতের প্রয়োজন মতো এফ-৩৫ ফাইটার জেট তৈরি করে দেব। নতুন ওই জেটের ফিচারস অন্য কারও সঙ্গে মিলবে না। কেম্পানি ওইসব ফিচারস ভবিষ্যতেও ব্যবহার করবে না।

আরও পড়ুন-পুনর্ব্যবহারযোগ্য শক্তিতে দেশকে বলীয়ান করতে মোদীর দরকার ১২৫ বিলিয়ন ডলার

লালের দাবি, ভারতকে দেওয়া ফাইটার জেটগুলির অধিকাংশই হবে ফিফথ জেনারেশনের। এইএসএ রেডার, অত্যাধুনিক অস্ত্র-সহ অত্যাধুনিক সব ব্যবস্থাই থাকবে। এছাড়া ভারতের জন্য ওই ফাইটার জেট তৈরি করা হলে ভারতের ছোট-বড় কোম্পানিগুলির সঙ্গেও মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থাগুলির সম্পর্ক তৈরি হবে।

 

.