আজ রাতের পর আর বদল হবে না ৫০০ ও ১০০০-এর নোট

আজ মধ্যরাত থেকেই আর পুরনো নোট বদল করা যাবে না। জানিয়ে দেওয়া হল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। তবে, নিজের নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা দেওয়া যাবে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট। কালো টাকার ওপর আরও জোরদার আঘাত হানতেই এই সিদ্ধান্ত বলে মন্ত্রকের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে।

Updated By: Nov 24, 2016, 08:16 PM IST
আজ রাতের পর আর বদল হবে না ৫০০ ও ১০০০-এর নোট

ওয়েব ডেস্ক : আজ মধ্যরাত থেকেই আর পুরনো নোট বদল করা যাবে না। জানিয়ে দেওয়া হল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। তবে, নিজের নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা দেওয়া যাবে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট। কালো টাকার ওপর আরও জোরদার আঘাত হানতেই এই সিদ্ধান্ত বলে মন্ত্রকের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ২ ডিসেম্বর মাঝরাত পর্যন্ত জাতীয় সড়কে মকুব টোলট্যাক্স

দিন কয়েক আগেই গুজব ছড়ায় আর বদল করা যাবে না পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট। এরপরই দেশজুড়ে হাহাকার ওঠে। যদিও, সেসময় সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় এই মুহূর্তে এই ধরনের কোনও সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নেই তাদের।

তবে, আজ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ক্যাবিনেট বৈঠকের পরই এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানে বলা হয়েছে, ব্যাঙ্ক বা পোস্ট অফিসে আর বদল করা যাবে না পুরনো নোট।

.