Heeraben Modi's Birthday : প্রতি ইদে বন্ধু আব্বাসের পছন্দের রান্না করতেন মা, হীরাবেনের জন্মদিনে শৈশবের স্মৃতিচারণায় মোদী
নরেন্দ্র মোদী তাঁর ব্লগে লিখেছেন, অন্যের সুখে খুশি হতেন মা। আমাদের ঘরটা খুবই ছোট ছিল। কিন্তু মায়ের হৃদয়টা ছিল অনেক বড়
নিজস্ব প্রতিবেদন: মায়ের জন্মদিন তাঁর অবদানের কথা স্মৃতিচারণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার একশো বছরে পা দিলেন হীরাবেন মোদী। এদিন প্রধানমন্ত্রী অনেকটা সময় কাটালেন মায়ের সঙ্গে।
অন্যের সুখে কীভাবে মা খুশি হতেন। কীভাবে অন্যের খুশিতে খুশি হতে হয় তা তাঁকে শিখিয়েছিলেন মা, হীরাবেনের জন্মদিনে এনিয়ে কলম ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী তাঁর অফিসিয়াল ব্লগে প্রধানমন্ত্রী লিখেছেন, তাঁর বাবার এক বন্ধুর ছেলে উঠেছিলেন তাঁদের বাড়িতে। বাবার সেই বন্ধু অকালে মারা যান। তখন তাঁর ছেলে আব্বাস এসে ওঠেন হীরাবেনের বাড়িতে।
নরেন্দ্র মোদী তাঁর ব্লগে লিখেছেন, 'অন্যের সুখে খুশি হতেন মা। আমাদের ঘরটা খুবই ছোট ছিল। কিন্তু মায়ের হৃদয়টা ছিল অনেক বড়। আমার বাবার এক বন্ধু পাশের গ্রামে থাকতেন। সেই বন্ধুর মৃত্যুর পর তাঁর ছেলে আব্বাসকে আমাদের বাড়িতে আনেন আমার বাবা। আমাদের বাড়িতে থেকেই আব্বাস তার পড়াশোনা শেষ করেছিল।'
ওই ব্লগে প্রধানমন্ত্রী আরও লিখেছেন, 'নিজের সন্তানদের মতোই মা আব্বাসকে খুব ভালোবাসতেন। প্রতি বছর ইদে আব্বাসের পছন্দের খাবার রান্না করতেন মা। প্রতিটি উত্সবে পাড়ার ছেলেমেয়েরা আমাদের বাড়িতে আসতো। মা তাদের জন্য আলাদা রান্না করতেন। গ্রামে কোনও সাধু এলে মা তাঁকে বাড়িতে ডেকে খাওয়াতেন। বলতেন আমাদের আশীর্বাদ করতে। এরকম পরিবেশেই আমরা বড় হয়েছি।'
আরও পড়ুন-Heeraben Modi's 100th Birthday: মায়ের ১০০ তম জন্মদিন, পা ছুঁয়ে আর্শীবাদ নিলেন প্রধানমন্ত্রী