Presidential Election: রাষ্ট্রপতি নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ালেন 'কৃতজ্ঞ' ফারুক আবদুল্লা
ফারুক আবদুল্লা জানিয়েছেন, 'রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে বিরোধীদের সম্ভাব্য প্রার্থী হিসেবে আমার নাম প্রস্তাব করার জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে আমি কৃতজ্ঞ
নিজস্ব প্রতিবেদন: রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের লক্ষ্য ছিল শরদ পাওয়ার। তবে তিনি এই লড়াইয়ে নেই বলেই খবর। তাঁকে রাজী করানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বিরোধীদের হাতে ছিল দুটি নাম। একজন ফারুক আবদুল্লা এবং অন্যজন গোপালকৃষ্ণ গান্ধী। কিন্তু শনিবার রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার সম্ভাবনার কথা উড়িয়ে দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ফারুক আবদুল্লার নাম প্রস্তাব করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সেই ফারুক আবদুল্লা জানিয়ে দেন, এই সময়ে জম্মু ও কাশ্মীরের তাঁকে প্রয়োজন। রাজনীতিতে আরও কিছুই করতে হবে আমাকে।
শনিবার এক বিবৃতিতে ফারুক আবদুল্লা জানিয়েছেন, 'রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে বিরোধীদের সম্ভাব্য প্রার্থী হিসেবে আমার নাম প্রস্তাব করার জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে আমি কৃতজ্ঞ। মমতা দিদি ওই প্রস্তাব দেওয়া পর বহু বিরোধী নেতা সমর্থন দেওয়ার কথা বলে আমাকে ফোন করেছেন। গোটা বিষয়টা আমি আমার পরিবারের সঙ্গে আলোচনা করেছি। যেভাবে আমার নাম প্রস্তাব করা হয়েছে তাতে আমি অভিভুত।'
কিন্তু এতসবের পরও কেন রাষ্ট্রপতি নির্বাচনের না লড়ার সিদ্ধান্ত নিলেন ফারুক? ন্যাশনাল কন্ফারেন্স নেতা বলেন, 'জম্মু ও কাশ্মীর বর্তমানে খুবই জটিল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময়ের রাজনীতিতে আমার ভূমিকা থাকা উচিত। জম্মু ও কাশ্মীরের রাজনীতিতে আমাকে অনেক কিছুই করতে হবে। তাই রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে আমার নাম প্রস্তাব করা হলেও লড়াই থেকে সরে আসছি। বিরোধীদের যৌথ প্রার্থীকে সমর্থন করব।'
আরও পড়ুন-HS 2022: ইংরেজিতে ফেল! পাসের দাবিতে আন্দোলনের পর আত্মঘাতী ছাত্রী