কংগ্রেস, তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার সরাসরি আবেদন করলেন শাহি ইমাম বুখারি

লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের জন্য সুখবর। দিল্লির জামা মসজিদের শাহি ইমাম সরাসরি কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন করলেন। আজ একটি সাংবাদিক সম্মেলনে শাহি ইমাম সঈদ আহমেদ বুখারি কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করেন। মুসলিমদের জন্য কংগ্রেস অনেক কিছু করেছে বলেও মত প্রকাশ করেন তিনি।

Updated By: Apr 4, 2014, 07:03 PM IST

লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের জন্য সুখবর। দিল্লির জামা মসজিদের শাহি ইমাম সরাসরি কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন করলেন। আজ একটি সাংবাদিক সম্মেলনে শাহি ইমাম সঈদ আহমেদ বুখারি কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করেন। মুসলিমদের জন্য কংগ্রেস অনেক কিছু করেছে বলেও মত প্রকাশ করেন তিনি।

কিছুদিন আগেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সঙ্গে দেখা করেন শাহি ইমাম। আজ সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি জানিয়েছেন ``সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে আমি মুসলিমদের সম্পর্কিত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছি। এ দেশে মুসলিম সম্প্রদায়ের জন্য করা সমস্ত প্রতিশ্রুতি পালন করতে হবে, এই শর্তেই আমি কংগ্রেসকে সমর্থনের জন্য রাজি হয়েছি।``

শুধু কংগ্রেসই নয় আরজেডি সহ কংগ্রেসের সমস্ত সহযোগী দল গুলিকে সমর্থনের কথা ঘোষণা করেছেন বুখারি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন এই নিয়ে মুসলিম সম্প্রদায়ের উপর কোনও ফতোয়া জারি করছেন না তিনি। মুসলিমদেরকে তিনি শুধুমাত্র কংগ্রেসকে ভোট করার আবেদন করছেন বলে জানিয়েছেন বুখারি।

সেই সঙ্গে মমতা ব্যানার্জির ঢালাও প্রশংসা করেছেন শাহি ইমাম। ``তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে মুসলিমদের জন্য অনেক কিছু করেছে। মমতা ব্যানার্জি মুসলিম সম্প্রদায়ের সমস্যাগুলি গুরুত্বের সঙ্গে সমাধান করার চেষ্টা করছেন`` মন্তব্য বুখারির।

তবে এর সঙ্গেই সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টিকে ভোট না দেওয়ার আবেদন করেছেন তিনি। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টিকে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন বুখারি। আজ সাংবাদিক সম্মেলন তিনি মুলায়ম সিং যাদবের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ এনেছেন।

.