ইভিএম নিয়ে কমিশনের সঙ্গে কোন দল, কবে চ্যালেঞ্জ নিতে পারবে তার ঘোষণা হবে আজ

ওয়েব ডেস্ক: EVM কারচুপি নিয়ে বরাবরই সরব বিরোধীরা। বিরোধীদের সেই দাবিকেই চ্যালেঞ্জ করছে নির্বাচন কমিশন। কোন দল, কবে সেই চ্যালেঞ্জ নিতে পারবে তার ঘোষণা হবে আজ। গত ১২ তারিখ সর্বদল বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি দাবি করেন, বিরোধীদের  দাবি প্রমাণ সাপেক্ষ। রাজনৈতিক দলগুলিকে কারচুপি করে দেখানোর সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুন কাল EVM কারচুপি প্রমাণ করার দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন!

এই প্রথম নয়। ২০০৯ সালেও কমিশন একই ধরনের সুযোগ দিয়েছিল। অবশ্য কেউই অভিযোগ প্রমাণ করতে পারেনি। সর্বদল বৈঠকে বিএসপি, আপ, তৃণমূলের মতো কয়েকটি দল EVM বাতিল করে ব্যালটে ফিরে যাওয়ার প্রস্তাব দেয়।

আরও পড়ুন  গরুমারার চোরা শিকারে জঙ্গি যোগ নিয়ে সন্দেহ

English Title: 
Election Commission to announce schedule for 'EVM challenge' today
News Source: 
Home Title: 

ইভিএম নিয়ে কমিশনের সঙ্গে কোন দল, কবে চ্যালেঞ্জ নিতে পারবে তার ঘোষণা হবে আজ

ইভিএম নিয়ে কমিশনের সঙ্গে কোন দল, কবে চ্যালেঞ্জ নিতে পারবে তার ঘোষণা হবে আজ
Yes
Is Blog?: 
No
Section: