BYJU's: আচমকা বাইজুস সিইও-র বাড়ি-অফিসে ইডির হানা, উদ্ধার গুরুত্বপূর্ণ নথি

BYJU's:  ইডির তরফে বলা হয়েছে, জানা গিয়েছে ২৮ হাজার কোটি টাকা বিদেশি বিনিয়োগ পেয়েছে বাইজুস। পাশাপাশি বাইজুস ৯৭৫৪ কোটি টাকা বিভিন্ন  বিদেশি সংস্থায় পাঠিয়েছে। এর আগে বহুবার বাইজুস রামচন্দ্রনকে সমন পাঠিয়েছে ইডি

Updated By: Apr 29, 2023, 04:14 PM IST
BYJU's: আচমকা বাইজুস সিইও-র বাড়ি-অফিসে ইডির হানা, উদ্ধার গুরুত্বপূর্ণ নথি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল: ক্রিকেটারদের দলের জার্সিতে হামেশাই দেখা যায় বাইজুস-এর লোগো। দেশের এক নামী কোচিং সংস্থার সঙ্গেও জুডেছে শিক্ষমূলক সংস্থা বাইজুসের নাম। সেই বাইজুসের অফিস ও সংস্থায় সিইও বাইজু রবিচন্দ্রনের অফিসে হানা দিল ইডি। ওই দুই জায়গায় হানা দিয়ে ইডি বেশকিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে বলে জানা যাচ্ছে। অভিযোগ, বিদেশি মূদ্রা আইন ভেঙেছেন বাইজু রামচন্দ্রন।

আরও পড়ুন-অনুব্রত ঘনিষ্ঠ! গরু পাচার মামলায় আব্দুল লতিফকে তলব CBI-এর

শনিবার বেঙ্গালুরুতে বাইজুর বাসভাবন ও দুটি জায়গায় বাইজুসের অফিসে হানা দেয় ইডি। বিদেশি মূদ্রা আইন ভেঙেছে বাইজুসের কোম্পানি থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট লিমিটেড। এমনটাই অভিযোগ উঠেছে বাইজুসের বিরুদ্ধে। ইডির তরফে দাবি করা হয়েছে বাইজুসের অফিস থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে। ইডির ওই দাবির পরপরই বাইজেুসের তরফে বলা হয়েছে, ফেমা আইনে এটি একটি রুটিন তল্লাশি। 

কোম্পানির তরফে সংবাদমাধ্য়মে বলা হয়েছে, আমাদের নথিপত্র একেবারেই স্বচ্ছ। যেসব নথি ইডি চেয়েছে তা তাদের দেওয়া হয়েছে। আমরা  আমাদের কোম্পানির স্বচ্ছতার ব্যপারে নিশ্চিত। অন্যদিকে ইডির তরফে বলা হয়েছে, জানা গিয়েছে ২৮ হাজার কোটি টাকা বিদেশি বিনিয়োগ পেয়েছে বাইজুস। পাশাপাশি বাইজুস ৯৭৫৪ কোটি টাকা বিভিন্ন  বিদেশি সংস্থায় পাঠিয়েছে। এর আগে বহুবার বাইজুস রামচন্দ্রনকে সমন পাঠিয়েছে ইডি। কিন্তু তিনি তা এড়িয়ে যাচ্ছিলেন। ২০২০-২১ সালে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করেনি। পাশাপাশি অ্যাকাউন্ট অডিটও করেনি। বিজ্ঞাপন ও প্রচারের কাজে ৯৪৪ কোটি টাকা খরচ করছে বাইজুস। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.