আগুন নাগাল্যান্ড-সংলগ্ন জুকো ভ্যালিতে, মণিপুরের মুখ্যমন্ত্রীকে ফোন অমিত শাহের

বৃহস্পতিবার আগুন মণিপুরের দিকে ছড়াতে শুরু করে।

Updated By: Jan 2, 2021, 12:59 PM IST
আগুন নাগাল্যান্ড-সংলগ্ন জুকো ভ্যালিতে, মণিপুরের মুখ্যমন্ত্রীকে ফোন অমিত শাহের

নিজস্ব প্রতিবেদন: আগুন লেগেছে বনে। জ্বলছে কোহিমার জুকো ভ্যালি (Dzukou Range, Nagaland)। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দাবানল নিয়ন্ত্রণের জন্য সব ধরনের সাহায্যের আশ্বাসের কথা জানিয়ে ফোন করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রীকে। শুক্রবার একটি টুইটে স্বরাষ্ট্রমন্ত্রীর এই আশ্বাসের এ কথা জানিয়েছেন স্বয়ং মণিপুরের মুখ্যমন্ত্রীই।

মণিপুর সরকার ভারতীয় সেনার কাছে সাহায্য চেয়েছে। তারা এনডিআরএফ (National Disaster Response Force)-কেও এই বিপর্যয় মোকাবিলার জন্য অনুরোধ জানিয়েছে। NDRF-এর ৭টি দল কাজে নেমেও পড়েছে। চারটি মণিপুরে, তিনটি নাগাল্যান্ডে। ভারতীয় বায়ুসেনার তরফেও তিনটি হেলিকপ্টার দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে।  

জানা গিয়েছে, নাগাল্যান্ডের জুকো ভ্যালিতে মঙ্গলবার আগুন লেগেছিল। ক্রমে এই আগুন ছড়াতে থাকে। বৃহস্পতিবার জানা যায়, আগুন মণিপুরের দিকে ছড়িয়ে যাচ্ছে। সব তরফই প্রাণপণে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

Also Read: নববর্ষের প্রথম দিনে শুধু ভারতেই জন্ম ৬০ হাজার শিশুর

.