কর্ণাটকের সরকারী দফতরে পোশাক `ফতোয়া` জারি করল সে রাজ্যের সরকার
সরকারি কর্মচারীদের উপর পোশাক ফতোয়া জারি করল কর্ণাটক সরকার। ``সম্মানের পরিপন্থী`` কোনও পোষাক আর সরকারি দফতরে পরে আসা যাবে না বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।
সরকারি কর্মচারীদের উপর পোশাক ফতোয়া জারি করল কর্ণাটক সরকার। ``সম্মানের পরিপন্থী`` কোনও পোষাক আর সরকারি দফতরে পরে আসা যাবে না বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।
সরকারের পক্ষ থেকে জারি করা লিখিত নির্দেশিকায় মহিলাদের শাড়ি বা সালোয়ার কামিজ এবং পুরুষদের কুর্তা-পায়জামা বা শার্ট পরে আসার কথা বলা হয়েছে।
১২ সেপ্টেম্বর জারি করা এই সার্কুলারে সরকারি কর্মাচারীদের `শালীন` পোশাক পরে আসার কথা বলা হয়েছে। ওই সার্কুলারে জানানো হয়েছে ``কিছুদিন ধরে দেখা যাচ্ছে কিছু কর্মচারী বিশেষত নব নিযুক্ত কর্মচারীরা এমন সব পোশাক পরে অফিসে আসছেন যা সরকারী দফতরের সম্মানের পক্ষে হানিকর।``
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন কর্মচারীদের মধ্যে `শৃঙ্খলা` বজায় রাখতেই এমন নির্দেশিকা জারি করা হয়েছে। পোশাকবিধি নিয়ে এখনও পর্যন্ত তাঁর কাছে কোনও অভিযোগ বা আপত্তি আসেনি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।