ভারতের 'অগ্নি'-পরীক্ষা! সফল উৎক্ষেপণ Agni-Prime মিসাইলের, চাপে চিন-পাকিস্তান
সোমবার সকাল ১০টা বেজে ৫৫ মিনিটে ওড়িশার উপকূল থেকে পরীক্ষামূলকভাবে অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রটির (MISSILE) সফল উৎক্ষেপণ হয়
নিজস্ব প্রতিবেদন: করোনাসঙ্কটে জর্জরিত অবস্থার মধ্যেও সীমান্তে আগ্রাসী ভূমিকা পালন করে চলেছে চিন-পাকিস্তান। সীমান্তে আশঙ্কার মাঝেই অগ্নি প্রাইম (Agni-Prime) পারমাণবিক মিসাইলের উৎক্ষেপণে সফল হল ভারত। ফের একবার চাপের মুখে চিন-পাকিস্তান। সূত্রের খবর, সোমবার সকাল ১০টা বেজে ৫৫ মিনিটে ওড়িশার উপকূল থেকে পরীক্ষামূলকভাবে অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রটির (MISSILE) সফল উৎক্ষেপণ হয়।
DRDO successfully test fires Enhanced Pinaka Rocket https://t.co/JyTwd25d61 pic.twitter.com/oU4fBgOSsh
— DRDO (@DRDO_India) June 25, 2021
অগ্নি প্রাইম মিসাইলের প্রস্তুতকারক সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন বা DRDO জানায় , প্রথম ধাপে সব পরীক্ষায় সফল হয়েছে এই মিসাইল। আগামিদিনে ভারতীয় সেনার ভিত মজবুত করতে বড় ভূমিকা নেবে দ্বিস্তরীয় সলিড প্রপেল্যান্ট বিশিষ্ট নয়া এই ব্রহ্মাস্ত্র।
আরও পড়ুন: রাতের অন্ধকারে জম্মুর মিলিটরি স্টেশনের উপর উড়ল Drone, ফের ‘বিস্ফোরক হামলা’র ষড়যন্ত্র?
DRDO আরও জানায়, ১ থেকে ২ হাজার কিলোমিটার পর্যন্ত যেকোনও পারমাণবিক মিসাইলকে জোর টক্কর দিতে সক্ষম অগ্নি প্রাইম। একসঙ্গে রাস্তা-রেল মোবাইল লঞ্চার থেকে নিক্ষেপ করা যায়। হালকা ওজন হওয়ায় এটি বহনে ভারী যানের প্রয়োজনও পড়ে না বলেই জানিয়েছে সংস্থা।
আরও পড়ুন: Covishield গ্রাহ্য নয় ইউরোপে, সমস্যা সমাধানে হস্তক্ষেপ আদর পুনাওয়ালার
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)