Dowry Shocker: 'দেখতে খারাপ মহিলাদের বিয়েতে সাহায্য করে পণ', সমাজবিদ্য়ার পাঠ্যবইয়ের তথ্য ঘিরে 'বিতর্ক'

বইয়ের তথ্য নিয়ে সরব হয়েছেন শিবসেনা নেত্রী তথা রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী

Updated By: Apr 5, 2022, 02:22 PM IST
Dowry Shocker: 'দেখতে খারাপ মহিলাদের বিয়েতে সাহায্য করে পণ', সমাজবিদ্য়ার পাঠ্যবইয়ের তথ্য ঘিরে 'বিতর্ক'

নিজস্ব প্রতিবেদন: নার্সদের জন্য সমাজবিদ্যার পাঠ্যবই। লেখিকা টিকে ইন্দ্রাণী (Textbook of Sociology for Nurses by TK Indrani)। সেই বইয়ের একটা অধ্য়ায়ের বিষয় হল, 'পণ প্রথার সুবিধা এবং অসুবিধা'! সেখানে যা যা তথ্য দেওয়া রয়েছে, তা অবাক করেছে নেটিজেনদের। মাথাচাড়া দিয়েছে নয়া বিতর্ক।

কেন বিতর্ক?

জানা গিয়েছে, বইটির একটি জায়গায় লেখা রয়েছে, 'পণ দিলে সহজেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন দেখতে খারাপ মহিলারা।' নেটিজেনদের অভিযোগ, এই বক্তব্য সরাসরি পণপ্রথার সমর্থন করছে। 

বইয়ের তথ্য নিয়ে সরব হয়েছেন শিবসেনা নেত্রী তথা রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। শিক্ষামন্ত্রী ধমেন্দ্র প্রধানকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন তিনি। এই ধরনের তথ্য সমাজের ক্ষতি করবে বলে তাঁর দাবি। 

যদিও বইয়ের প্রথমেই লেখা রয়েছে ভারতীয় নার্স কাউন্সিলের সিলেবাস অনুযায়ী বইটি লেখা হয়েছে। 

আরও পড়ুন: Congress-র পুনরুজ্জীবন দেশের গণতন্ত্র এবং সমাজের জন্য অপরিহার্য, দাবি Sonia Gandhi-র

আরও পড়ুন: Amit Shah: 'রেগে যাই না, জোরে কথা বলাটা আমার ম্যানুফ্য়াকচারিং ডিফেক্ট', সংসদে কেন একথা বললেন অমিত শাহ?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.