কিরণের কান্না, অরবিন্দের অট্টহাসিতে রাজধানীর রঙ্গমঞ্চ জমজমাট

//t.co/ZulpDnkjmA— ANI (@ANI_news) February 4, 2015

Updated By: Feb 4, 2015, 01:10 PM IST

 

ওয়েব ডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনে পড়ল চোখের জল। দুঃখে নয় আবেগে। বুধবার কৃষ্ণনগরে বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে তাঁকে নিয়ে চলা মাতামাতি দেখেই কেঁদেই ফেললেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদি। চোখের জল মুছতে মুছতে কিরণ বলেন, ''আমি এত ভালবাসা পাচ্ছি যার জন্য আমার কোনও ভাষা নেই। আমি এই ভালবাসা ফিরিয়ে দেবো, ভাল কাজ আর সততার সঙ্গে কাজ করে।" যদিও বিজেপি বিরোধীরা কিরণের এই কান্নাকে নাটক বলে উড়িয়ে দিয়েছে। এদিকে, দিল্লি বিধানসভা নির্বাচনে ১৫টি আসনে লড়ার সিদ্ধান্ত নিল বামফ্রন্ট। ৭০ আসনের বিধানসভায় বাকি আসনগুলিতে আম আদমি পার্টিকে সমর্থনের কথা ঘোষণা করল বামেরা।

 

অন্যদিকে, নির্বাচনী সমীক্ষাগুলিতে এগিয়ে থাকার খবরে হাসি ফুটেছে আম আদমি পার্টির প্রধান অরবিন্দের মুখে। ক দিন ধরে দলের পার্টি ফান্ডে কালো টাকা ইস্যুতে বেশ ব্যাকফুটেই ছিলেন অরবিন্দ। কিন্তু নির্বাচনী সমীক্ষায় এগিয়ে থাকার পর সুর চড়ালেন তিনি। বিজেপির একের পর আক্রম অট্টহাসির সুরে উড়িয়ে দিচ্ছেন কেজরি। কিরণ বেদি কান্না থেকে যাতে অতিরিক্ত কোনও সুবিধা আদায় করতে না পারেন তার চেষ্টা চালালেন আপ প্রধান।

আগামী ৭ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হবে। গণনা ১০ ফেব্রুয়ারি। 

.