দিল্লিতে বেআইনি ক্যাসিনো ভাঙল পুলিস

দক্ষিণ দিল্লির সৈনিক ফার্মস এলাকায় একটি বেআইনি ক্যাসিনো ভেঙে দেয় দিল্লি পুলিস। ১.৩৬ কোটি টাকার গ্যামব্লিং চিপ সহ মোট ছত্রিশ জন গ্রেফতার হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে বেশ কিছু ব্যবসায়ী। এই সময়ের মধ্যে এই গ্রেফতারিটা বিশেষ উল্লেখের দাবি রাখে কারণ, বেআইনি ক্যাসিনো নিয়ে সারা দেশ জুড়েই চর্চা চলছে।

Updated By: Oct 24, 2016, 06:11 PM IST
দিল্লিতে বেআইনি ক্যাসিনো ভাঙল পুলিস

ওয়েব ডেস্ক: দক্ষিণ দিল্লির সৈনিক ফার্মস এলাকায় একটি বেআইনি ক্যাসিনো ভেঙে দেয় দিল্লি পুলিস। ১.৩৬ কোটি টাকার গ্যামব্লিং চিপ সহ মোট ছত্রিশ জন গ্রেফতার হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে বেশ কিছু ব্যবসায়ী। এই সময়ের মধ্যে এই গ্রেফতারিটা বিশেষ উল্লেখের দাবি রাখে কারণ, বেআইনি ক্যাসিনো নিয়ে সারা দেশ জুড়েই চর্চা চলছে।

আরও পড়ুন- টাটা সরিয়ে দিল তাদের চেয়ারম্যান সাইরাস মিস্ত্রিকে!

ধৃতদের অনেকেই সমাজের উঁচু তলার মানুষ বলে জানিয়েছে পুলিস। গুরগাঁও এবং ফরিদাবাদের স্বনামধন্য ব্যবসায়িক পরিবারের বেশ কিছু সদস্য যে এই ক্যাসিনোর নিয়মিত খদ্দের ছিল তাও জানতে পেরেছে পুলিস। পুলিস সূত্রে জানা যাচ্ছে, সৈনিক ফার্মস এলাকার জক্ষিণ কোণে অবস্থিত এই ভবনটি রাত দশটচার পরে পুরোপুরি ক্যাসিনোতে রূপান্তরিত হয়ে যেত।

আরও পড়ুন ভারত-চিন সীমান্তে 'নাক গলানোয়' আমেরিকার উপর ক্ষুব্ধ চিন

.