টাটা সরিয়ে দিল তাদের চেয়ারম্যান সাইরাস মিস্ত্রিকে!

টাটা সংস্থা সরিয়ে দিল তাদের চেয়ারম্যান সাইরাস মিস্ত্রিকে! হ্যাঁ, আজই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোম্পানির পরিচালন সমিতির পক্ষ থেকে। আগামী চার মাসের মধ্যেই নতুন চেয়ারম্যান খোঁজা হবে। তার আগে আজই নতুন চেয়ারম্যান খোঁজার জন্য একটি সিলেকশন কমিটি গঠন করা হল। আপাতত চার মাস দায়িত্বে থাকবেন রতন টাটা।  

Updated By: Oct 24, 2016, 05:57 PM IST
টাটা সরিয়ে দিল তাদের চেয়ারম্যান সাইরাস মিস্ত্রিকে!

ওয়েব ডেস্ক: টাটা সংস্থা সরিয়ে দিল তাদের চেয়ারম্যান সাইরাস মিস্ত্রিকে! হ্যাঁ, আজই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোম্পানির পরিচালন সমিতির পক্ষ থেকে। আগামী চার মাসের মধ্যেই নতুন চেয়ারম্যান খোঁজা হবে। তার আগে আজই নতুন চেয়ারম্যান খোঁজার জন্য একটি সিলেকশন কমিটি গঠন করা হল। আপাতত চার মাস দায়িত্বে থাকবেন রতন টাটা।  

আরও পড়ুন ভারত-চিন সীমান্তে 'নাক গলানোয়' আমেরিকার উপর ক্ষুব্ধ চিন

কেন এমন হল? এই বিষয়ে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে বিশেষজ্ঞ মহলে। অনেকেরই মত, সাইরাস মিস্ত্রি এই পদে বসার পর থেকে এমন অনেক সিদ্ধান্ত নিয়েছেন যা, কোম্পানির পক্ষে মোটেই খুব একটা ভালো হয়নি। প্রসঙ্গত, ৪৮ বছর বয়সের এই সাইরাস মিস্ত্রি টাটার চেয়ারম্যানের পদে বসেছিলেন ২০১২ সালের ২৮ ডিসেম্বর। তিনি ছিলেন এই গ্রুপের ষষ্ঠ চেয়ারম্যান।

আরও পড়ুন  মুসলিম জনসংখ্যাকে টেক্কা দিতে হিন্দুদের বেশি সন্তান প্রজননের নিদান বিজেপি সাংসদের

.