দিল্লিতে Lajpat Nagar Central Market-য়ে আগুন, দমকলের ৩০টি ইঞ্জিন, মৃত্যু নেই

কোটি টাকার সম্পত্তি পুড়ে ছাই!

Updated By: Jun 12, 2021, 04:01 PM IST
দিল্লিতে Lajpat Nagar Central Market-য়ে আগুন, দমকলের ৩০টি ইঞ্জিন, মৃত্যু নেই

নিজস্ব প্রতিবেদন: বড় মাপের আগুন দক্ষিণ দিল্লির বস্ত্রবাণিজ্যের কেন্দ্রে। ক্ষয়ক্ষতি বিপুল। মৃত্যু নেই। 

শনিবার সকালে দক্ষিণ দিল্লির (South Delhi) লাজপত নগরের সেন্ট্রাল মার্কেটে (Lajpat Nagar Central Market) আগুন লাগে। প্রথমে একটি কাপড়ের দোকানে আগুন লাগে। ক্রমে তা ছড়িয়ে পড়ে আশেপাশের বেশ কয়েকটি দোকানেও আগুন ধরে যায়।

আরও পড়ুন: নজির গড়ে বিহারের DSP রাজিয়া, মুসলিম কন্যার কীর্তিতে গর্বিত সংখ্যালঘুরা

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সকাল ১০.২০ মিনিট নাগাদ Delhi Fire Services আগুন লাগার খবরটি ফোনে পায়। দমকলের ৩০ ইঞ্জিন (30 fire tenders) এবং ৭০ জনেরও বেশি দমকলকর্মী (more than 70 firefighters) আগুন নেভানোর কাজ চালাচ্ছেন। কীভাবে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট করে জানাতে পারেনি দমকল।

ওই এলাকায় জামাকাপড়ের যে পাঁচটি বড় দোকান ছিল তার মধ্যে Batla Handloom, Sangam Saree এবং Raymond Retail পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: Sopore:জঙ্গি হামলায় নিহত ২ পুলিসকর্মী, ২ স্থানীয় বাসিন্দাও

.