Delhi Assembly Elections 2020 results: রাজনীতিতে নতুন যুগের সূচনা করলেন দিল্লির মানুষ, আপের জয়ে উচ্ছ্বসিত কেজরী
কংগ্রেস এখনও পর্যন্ত ১টি আসনে এগিয়ে রয়েছে
নিজস্ব প্রতিবেদন : দিল্লি বিধানসভায় দাপট দেখাবে কে? শনিবার ভোট শেষের পর থেকেই চড়ছিল উত্তেজনার পারদ। মঙ্গলবার সকালে গণনা শুরু হতেই কিছুটা স্পষ্ট হতে শুরু করে ছবি। ভোট গণনা শুরু হতেই দিল্লি বিধানসভায় ঝাড়ু ঝড় শুরু হয়ে যায়। শুধু তাই নয়, ঝাড়ু ঝড়ে কার্যত ধরাশায়ী হতে শুরু করে পদ্ম শিবির। দুরন্ত গতিতে জয়ের গন্ধ পেতেই উচ্ছ্বাস চোখে পড়তে শুরু করে আপ শিবিরে। আর কিছুক্ষণের মধ্যেই আম আদমি পার্টির পদস্থ নেতারা দলীয় কার্যালয়ে হাজির হবেন। পদস্থ নেতাদের সঙ্গে হাজির হবেন অরবিন্দ কেজরিবালও।
এক নজরে দেখে নিন সর্বশেষ পরিস্থিতি
* সমর্থকদের তিনি বলেন, তিন বার আপনারা এই বেটার ওপরে ভরসা করেছেন। এর জন্য ধন্যবাদ। যারা ফ্রিতে বিদ্যুত পেয়েছেন এটা তাদের জিত। নতুন এক ধরেনর রাজনীতির জন্ম দিয়েছেন দিল্লির মানুষ। এর নাম কাজের রাজনীতি। এই রাজনীতি দেশের জন্। শুভ। এই জয় ভারত মাতার জয়, হনুমানজির জয়।
* দলের বিপুল জয়ের পর সমর্থকদের সামনে হাজির হন কেজরীবাল।
* এখনও পর্যন্ত গণনা অনুযায়ী ৬৩ আসনে এগিয়ে আপ। বিজেপি নেমে গেল এক অঙ্ক। ৭ আসনে এগিয়ে রয়েছে তারা।
* ওখালায় জয়ী হলেন আপ প্রার্থী আমানতউল্লাহ খান।
* কাঁটে কা টক্কর একেই বলে। পটপরগঞ্জ আসনে বারবার পিছিয়ে পড়েও শেষপর্যন্ত জয়ী হলেন দিল্লির মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।
* এখনও পর্যন্ত সিলমপর ও ওখলা আসনে জয়ী হয়েছে আপ। পাশাপাশি আরও ৪ আসনে জয়ের পথে কেজরীওয়ালের দল।
*হরি নগরে পিছিয়ে বিজেপির মুখপাত্র তেজিন্দার পাল সিং বাগ্গা।
*রোগিনী কেন্দ্র এগিয়ে বিজেপি প্রার্থী বিজেন্দ্র গুপ্তা।
* কস্তুরবা নগরে দ্বিতীয় রাউন্ড গণনার শেষে এগিয়ে আপ প্রার্থী মদন লাল।
* ওখলায় এগিয়ে আপ প্রার্থী আমানতউল্লা খান।
* ষষ্ঠ রাউন্ড গণনার শেষে প্রটপড়গঞ্জে আপ প্রার্থী মণীশ সিসোদিয়া বিজেপি প্রার্থী রবি নেগির কাছে ২১৮২ ভোটে পিছিয়ে।
** চাঁদনি চকে পিছিয়ে কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা
** কালকাজি কেন্দ্রে অল্প ব্যবধানে এগিয়ে রয়েছেন আপ প্রার্থী আতিশী মার্লেন
*প্রটপড়গঞ্জে পিছিয়ে গেলেন দিল্লি উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।
* মডেল টাউন আসনে বিজেপির কপিল মিশ্র আপ প্রার্থী অখিলেশপতি ত্রিপাঠির থেকে পিছিয়ে।
* শাহদারা বিধানসভায় পিছিয়ে দিল্লি বিধানসভার স্পিকার রাম নিবাস গোয়েল।
Delhi Assembly Speaker and Aam Aadmi Party's Ram Niwas Goel trailing from Shahdara. (file pic) #DelhiElectionResults pic.twitter.com/5sRp3PMRee
— ANI (@ANI) February 11, 2020
Aam Aadmi Party's Manish Sisodia at 4945 votes, BJP's Ravi Negi at 4983 votes from Patparganj assembly constituency pic.twitter.com/LFGCvTOc0m
— ANI (@ANI) February 11, 2020
Congress MP AR Chowdhury: Everyone knew that Aam Aadmi Party will return to power for the third time. Congress's defeat will not send a good message. The victory of AAP against the Bharatiya Janata Party & its communal agenda is significant. pic.twitter.com/HD2vQhFfpn
— ANI (@ANI) February 11, 2020
#UPDATE: Official EC trends: Aam Aadmi Party leading on 45 seats and Bharatiya Janata Party leading on 19 seats
— ANI (@ANI) February 11, 2020
** শাহিন বাগে আবার এগিয়ে গেল আপ।
** নিজেদের কেন্দ্রে এগিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এবং ডেপুটি মণীশ সিসোদিয়া।
#DelhiElectionResults: Aam Aadmi Party's Jarnail Singh leading from Tilak Nagar after first round of counting
— ANI (@ANI) February 11, 2020
Delhi's Chandni Chowk assembly constituency: AAP's Parlad Singh Sawhney at 6043 votes, Congress's Alka Lamba at 157 votes and BJP's Suman Kumar Gupta at 67 votes. pic.twitter.com/g8DU79hOIp
— ANI (@ANI) February 11, 2020
** ওখলা কেন্দ্রে আপের আমনতুল্লাহ খানের থেকে এগিয়ে গেল বিজেপি প্রার্থী ব্রাহম সিং। মাত্র ২১৪ ভোটে এগিয়ে রয়েছেন তিনি
** শাহিন বাগে এগিয়ে বিজেপি প্রার্থী।
** হরিনগর কেন্দ্রে বিজেপির তেজেন্দ্র পাল সিং বাগ্গার থেকে এগিয়ে রয়েছেন আপ প্রার্থী রাজ কুমার ধিলন
** প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, বিজেপি পিছিয়ে থাকলেও, ভোট শতাংশ বাড়াতে সক্ষম হয়েছে।
Official EC trends: Aam Aadmi Party leading on 7 seats and Bharatiya Janata Party leading on 6 seats. #DelhiElectionResults https://t.co/AlzfsTRtfc
— ANI (@ANI) February 11, 2020
#DelhiElectionResults: Aam Aadmi Party's Madal Lal leading from Kasturba Nagar after first round of counting
— ANI (@ANI) February 11, 2020
** প্রথম রাউন্ডের গণনা শেষে নঙ্গোলি জাট কেন্দ্র থেকে আপ প্রার্থী রঘুবিন্দর শোকিন এগিয়ে রয়েছেন।
** গ্রেটার কৈলাস কেন্দ্র থেকে ১৫০০ ভোটের ব্যবধানে এগিয়ে আপের সৌরভ ভরদ্বাজ
** গত বিধানসভা নির্বাচনে, ৬৭টি আসন দখল করে নজির তৈরি করে আপ। যদিও, লোকসভা নির্বাচনে একটি বিধানসভা কেন্দ্রেও তারা লিড পায়নি। তবে, এ বার সব বুথ ফেরত সমীক্ষায় আপের এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া যায়। সেই ছাপ পড়তে শুরু করে মঙ্গলবার গণনা শুরু হতেই।
** মঙ্গলবার দিল্লি বিধানসভার গণনা শুরু হতেই নয়াদিল্লি কেন্দ্রে এগিয়ে যান অরবিন্দ কেজরিবাল। মঙ্গলপুরি কেন্দ্রে এগিয়ে যান আপ প্রার্থী রাখি বিড়লা। গান্ধীনগর কেন্দ্রে পিছিয়ে পড়েন কংগ্রেস প্রার্থী অরবিন্দ সিং লাভলি। চাঁদনি চকে পিছিয়ে যান কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা। ওখলায় পিছিয়ে পড়েন আপ প্রার্থী আমানাতুল্লা খান। রোহিনী কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী বিজেন্দ্র গুপ্ত।