শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদে এবার টানা আন্দোলনে দিল্লির গার্গী কলেজের ছাত্রীরা

ছাত্রী নিগ্রহের ঘটনা অবাঞ্জিত, সংসদে জানান কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল

Updated By: Feb 11, 2020, 12:06 AM IST
শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদে এবার টানা আন্দোলনে দিল্লির গার্গী কলেজের ছাত্রীরা

নিজস্ব প্রতিবেদন: কলেজ ফেস্টে ছাত্রীদের  শ্লীলতাহানি করে কিছু বহিরাগত। দিল্লির গার্গী কলেজের ওই  ঘটনায় কর্তৃপক্ষের নিষ্কৃয়তার প্রতিবাদে এবার অনির্দিষ্টকালের জন্য হরতাল শুরু করল ছাত্রীরা।  তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রোজ কলেজ ক্যাম্পাসে চলবে এই ‘হরতাল’।

দিল্লিতে মেয়েদের নামী শিক্ষা প্রতিষ্ঠান গার্গী কলেজ। সেই কলেজে ফেস্টের সময় ক্যাম্পাসে ঢুকে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ। তোলপাড় রাজধানী।

অভিযোগ, ৬ ফেব্রুয়ারি ফেস্ট চলাকালীন একদল মত্ত ব্যক্তি জোর করে কলেজে ঢুকে পড়ে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে । কয়েকজনের শ্লীলতাহানিও করা হয়। ছাত্রীদের ক্ষোভ, এবিষয়ে কোনও ব্যবস্থাই নেয়নি কলেজ প্রশাসন। ঘটনাস্থলে মোতায়েন RAF-ও ছিল নীরব দর্শকের ভূমিকায়।

ঘটনার চারদিন কেটে গেলেও অভিযোগ করেনি কলেজ কর্তৃপক্ষ। প্রতিবাদে সোমবার সকাল থেকে গার্গী কলেজে বিক্ষোভ শুরু হয়। একাধিক ছাত্র সংগঠনও বিক্ষোভে সামিল হয়। শেষ পর্যন্ত স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে দিল্লি পুলিস। তড়িঘড়ি বিবৃতি দেন গার্গী কলেজের অধ্যক্ষ।

ছাত্রী নিগ্রহের ঘটনা অবাঞ্জিত, সংসদে জানান কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল। সোমবার কলেজে যায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। আন্দোলনকারী ছাত্রীদের সঙ্গে কথা বলেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। কমিশনের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষকে নোটিস দেওয়া হয়েছে।

 

.