দিল্লিতে আপের দাপটের মাঝেও গেরুয়া শিবির নিয়ে আশাবাদী মনোজ তিওয়ারি

৫০-এর ঘর পেরিয়ে আপ যখন পদ্ম শিবিরকে অনায়াসে পিছনে ফেলে দিতে শুরু করে, সেই সময়ও দল নিয়ে আশাবাদী মনোজ তিওয়ারি।

Edited By: জয়িতা বসু | Updated By: Feb 11, 2020, 12:54 PM IST
দিল্লিতে আপের দাপটের মাঝেও গেরুয়া শিবির নিয়ে আশাবাদী মনোজ তিওয়ারি

নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার দিল্লি বিধানসভায় গণনা শুরু হতেই ধরাশায়ী হতে শুরু করে পদ্ম শিবির। অরবিন্দ কেজরিবালের ক্যারিজমায় তরতরিয়ে এগোতে শুরু আপ। ৫০-এর ঘর পেরিয়ে আপ যখন পদ্ম শিবিরকে অনায়াসে পিছনে ফেলে দিতে শুরু করে, সেই সময়ও দল নিয়ে আশাবাদী মনোজ তিওয়ারি।
মঙ্গলবার সকালে দিল্লি বিধানসভার গণনা শুরু হতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন মনোজ তিওয়ারি। তিনি বলেন, বিজেপি ৪৮টির বেশি আসন পাবে। পদ্ম শিবির যদি ৫৫টি আসনও পায়, তাহলেও তিনি  চমকে যাবেন না বলে জানান মনোজ। শুধু তাই নয়, বুথ ফেরত সমীক্ষায় অরবিন্দ কেজরিবালের আম আদমি পার্টিকে যেভাবে এগিয়ে রাখা হয়, তা কার্যত নস্যাত করে দেন মনোজ তিওয়ারি। 
মনোজের কথায়, আম আদমি পার্টিকে পিছনে ফেলে বিজেপি যে এগিয়ে যাবে এবং কুরসি দখল করবে, সেই জয়ের আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছেন গেরুয়া শিবিরের কর্মীরা।

 

.