পুনের বাস অপহরণ মামলায় চালকের মৃত্যুদণ্ডের সাজা
দু'বছর আগে পুণেতে একটি বাস অপরহণকাণ্ডে অভিযুক্তকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। অপহরণ করে ৯ বাসযাত্রীকে হত্যা করে ওই অভিযুক্ত। সন্তোষ এম মানে নামে ৩৭ বছরের ওই ব্যক্তি ২০১২ র জানুয়ারিতে একটি বাস অপহরণ করে বেপরোয়া ভাবে ভিরে ঠাঁসা রাস্তায় বাস চালিয়ে নিয়ে যান। আহত হন ৪০ জন। প্রায় ১০ কিলোমিটার পুণের রাস্তায় চলতে থাকে তাঁর দুর্বৃত্ত।
পুণে: দু'বছর আগে পুনেতে একটি বাস অপরহণকাণ্ডে অভিযুক্তকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। অপহরণ করে ৯ বাসযাত্রীকে হত্যা করে ওই অভিযুক্ত। সন্তোষ এম মানে নামে ৩৭ বছরের ওই ব্যক্তি ২০১২ র জানুয়ারিতে একটি বাস অপহরণ করে বেপরোয়া ভাবে ভিরে ঠাঁসা রাস্তায় বাস চালিয়ে নিয়ে যান। আহত হন ৪০ জন। প্রায় ১০ কিলোমিটার পুনের রাস্তায় চলতে থাকে তাঁর দুর্বৃত্ত।
একটি নিম্ন আদালত তাঁকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যান অভিযুক্ত। কিন্তু মঙ্গলবার নিম্ন আদালতের রায়ই বহাল রাখল বম্বে হাইকোর্ট। পুনের পরিবহণ সংস্থার কর্মী মানে যখন বাস অপহরণ করেন তখন তিনি ডিউটিতে ছিলেন না বলে জানিয়েছে পুলিস।