কার্ফু জারি মণিপুরের পূর্ব ইম্ফলে
মণিপুরের রাজধানী ইম্ফলে তুমুল উত্তেজনা। প্রথমে তছনছ, তারপর পুড়িয়ে দেওয়া হল বাস। একটি বাসকে ঠেলে নদীতে ফেলেদেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। আজ বিকেলের এই ঘটনায় অনির্দিষ্ট কালের জন্য পূর্ব ইম্ফল জেলায় জারি হল কার্ফু।
ওয়েব ডেস্ক: মণিপুরের রাজধানী ইম্ফলে তুমুল উত্তেজনা। প্রথমে তছনছ, তারপর পুড়িয়ে দেওয়া হল বাস। একটি বাসকে ঠেলে নদীতে ফেলেদেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। আজ বিকেলের এই ঘটনায় অনির্দিষ্ট কালের জন্য পূর্ব ইম্ফল জেলায় জারি হল কার্ফু।
বারুদ জমছিল অনেকদিন ধরেই। সামান্য উত্তাপ পেতেই জ্বলে উঠল দাউ দাউ করে। নাগা উপজাতীর তৈরি অর্থনৈতিক অবরোধের জেরে উদ্ভুত তুমুল সঙ্কট এবং সন্ত্রাসবাদী হানার বিরুদ্ধে ফেটে পড়লেন মণিপুরের বাসিন্দারা। উল্লেখ্য, গত শুক্রবার রাজ্যের রাজধানী ইম্ফলে তিনটি বিস্ফোরণ ঘটে। আক্রান্ত হয় মণিপুরের প্রাচীনতম ব্যাপ্টিস্ট গীর্জা। পশ্চিম ইম্ফল জেলায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সংযোগ ব্যবস্থা।