Delhi Corona Update: দিল্লিতে বাড়ছে করোনা, ঘটনার দিকে নজর রাখছেন, জানালেন মুখ্যমন্ত্রী Arvind Kejriwal

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪১ জন।

Updated By: Apr 12, 2022, 02:00 PM IST
Delhi Corona Update: দিল্লিতে বাড়ছে করোনা, ঘটনার দিকে নজর রাখছেন, জানালেন মুখ্যমন্ত্রী Arvind Kejriwal

নিজস্ব প্রতিবেদন: ভারতের রাজধানী দিল্লিতে (Delhi) আবার বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi Chief Minister Arvind Kejriwal) বলেছেন, আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি।

দিল্লি আবার বৃদ্ধি পাওয়া শুরু করেছে করোনা সংক্রমণ। এই অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪১ জন। একইসঙ্গে মৃত্যু হয়েছে ১ জনের। 

গত ২৪ ঘণ্টায় ৬০৮টি সক্রিয় সংক্রমণ রয়েছে দিল্লিতে। একই সময়ে সংক্রমণের হার বেড়ে হয়েছে ১.২৯ শতাংশ।

দিল্লিতে করোনা সংক্রমণের ঘটনা বৃদ্ধির মধ্যেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে তিনি সংক্রমণের পরিস্থিতির উপর নজর রাখছেন। তিনি আরও বলেন যে এখনই চিন্তিত হওয়ার মত কিছু ঘটেনি। যদি প্রয়োজন মনে হয় তাহলে সবরকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। 

আরও পড়ুন: National Street Theatre Day: পথের রাজনীতির সঙ্গে পথের শিল্পকে জুড়ে দিয়েছিলেন Safdar Hashmi

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন (Delhi Health Minister Satyendar Jain) বলেন যে দিল্লির সরকার COVID-19 পরিস্থিতির উপর সজাগ দৃষ্টি রাখছে এবং নতুন রূপ সনাক্ত না হওয়া পর্যন্ত উদ্বেগের কোনও কারণ নেই।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.