করোনা পরিস্থিতিতে কয়েদিদের ছেড়ে জেলে ভিড় কমানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

প্যারোলের মেয়াদ আরও ৯০ দিন বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত

Updated By: May 8, 2021, 09:06 PM IST
করোনা পরিস্থিতিতে কয়েদিদের ছেড়ে জেলে ভিড় কমানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিবেদন: দেশে করোনা সংক্রমণের প্রভাব পড়েছে দেশের জেলগুলিতেও। অধিকাংশ জেলেই বন্দিসংখ্যা জায়গার তুলনায় অনেক বেশি। পরিস্থিতি বিচার করে দেশের জেলগুলিতে বন্দিসংখ্যা কমানোর পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, খুব প্রয়োজন ছাড়া গ্রেফতার না করারও পরামর্শ দেওয়া হল শীর্ষ আদালতের পক্ষ থেকে।

আরও পড়ুন-টিকার উৎপাদন না বাড়িয়ে প্রদীপ জ্বালাতে, ঘণ্টা বাজাতে বলেছেন PM Modi: Firhad

করোনা পরিস্থিতিতে এক স্বতঃপ্রণোদিত মামলায় শনিবার ওই নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের(Supreme Court) বিচারপতি এন ভি রামানার নেতৃত্বধীন বেঞ্চ। প্রসঙ্গত, গত বছর করোনা পরিস্থিতিতে প্রতিটি রাজ্যে একটি কমিটি গঠিত হয়। ওই কমিটির উপরে দায়িত্ব ছিল, জেলে ভিড় কমাতে কিছু কয়েদিকে ছেড়ে দেওয়া যায় কিনা। শনিবার সেইসব কমিটিকেই ওই পরামর্শ দিল শীর্ষ আদালত। গতবছর আদালতের পরামর্শ মেনে বহু বন্দিকে ছেড়ে দেওয়া হয়। পরে তারা ফের জেলে ফেরে। এদের ছেড়ে দিয়ে জেলগুলিতে ভিড় কমানোর নির্দেশ দিল আদালত।

আরও পড়ুন-ব্যবহার একমাত্র জরুরি ক্ষেত্রেই, DRDO-র তৈরি করোনার ওষুধে ছাড়পত্র কেন্দ্রের

দেশজুড়ে জেলগুলিতে বন্দি রয়েছে ৪ লাখেরও বেশি কয়েদি। ওইসব বন্দি এবং জেলকর্মীদের স্বাস্থ্যের বিষয়টি এখন বড় আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। শীর্ষ আদালতের তরফে আজ বলা হয়, 'জেলে কয়েদিদের উপচে পড়া ভিড় ভারত শুধু নয়, দুনিয়ার বহু দেশেরই একটা সমস্যা। কিন্তু কিছু কয়েদিদের তাদের অতীতের কথা বিবেচনা করে ছেড়ে দেওয়া উচিত নয়। কিন্তু যে পরিস্থিতি দেশে চলছে তাতে অন্যান্য কয়েদিদের ক্ষেত্রে বিষয়টি জেল কর্তৃপক্ষকে চিন্তাভাবনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।'

জেলের কয়েদি কম কারার পাশাপাশি, প্যারোলে যারা মুক্ত তাদের যাতে প্যারোলের মেয়াদ আরও ৯০ দিন বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত।

.