Covid হাসপাতালে ভর্তি হতে লাগবে না করোনা পজিটিভ রিপোর্ট, নয়া নির্দেশিকা কেন্দ্রের

করোনা চিকিত্সার জন্য ভর্তি হওয়ার ক্ষেত্রে নিয়মে বড়সড় রদবদল করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

Updated By: May 8, 2021, 06:08 PM IST
Covid হাসপাতালে ভর্তি হতে লাগবে না করোনা পজিটিভ রিপোর্ট, নয়া নির্দেশিকা কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন: করোনা চিকিত্সার জন্য ভর্তি হওয়ার ক্ষেত্রে নিয়মে বড়সড় রদবদল করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

শনিবার মন্ত্রকের তরফে পুরনো নির্দেশিকা সংশোধন করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, করোনা হাসপাতালে ভর্তির জন্য এতদিন যে কোভিড পজিটিভ রিপোর্ট দেখাতে হতো তা এখন আর লাগবে না।

আরও পড়ুন-একুশে জিতে কি 'ঘর ওয়াপসি'?  এবার টুইট করলেন Mukul নিজেই

স্বাস্থ্য মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনও অবস্থাতেই কোনও করোনা রোগীকে ফেরানো যাবে না এর মধ্যে থাকছে অক্সিজেন, ওষুধও।

নতুন নির্দেশিকায় বলা হয়েছে

১. কোভিড হাসপাতালে ভর্তির জন্য করোনার পজিটিভ(Covid Positive Report) রিপোর্ট বাধ্যতামূলক নয়। উপসর্গ থাকলে বা করোনা সন্দেহ হলেও ভর্তি নিতে হবে।

২. কোনও রোগীকেই অক্সিজেন(Oxygen), ওষুধ দিতে অস্বীকার করা যাবে না।

৩. কোনও রোগী তাঁর পরিচয়পত্র দেখাতে না পারলেও তাঁকে ভর্তি নিতে অস্বীকার করা যাবে না। পাশাপাশি যে শহরে বা জেলায় কোভিড হাসপাতাল সেখানকার অধিকাসী না হলেও তাঁকে ফেরানো যাবে না।

আরও পড়ুন-করোনা আতঙ্কের গ্রাসে বাংলা, ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ তারকেশ্বর মন্দির

৪. কোভিড হাসপাতালে রোগী ভর্তি নিতে হবে প্রয়োজনের ভিত্তিতে। দেখতে হবে প্রয়োজন নেই এমন রোগী যেন হাপাতালের বেড দখল করে বসে না থাকেন। রোগীর ছাড়ার বিষয়টিও কেন্দ্রের নির্দেশিকা অনুয়ায়ী হতে হবে।

এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের জানিয়ে দেওয়া হয়েছে আগামী ৩ দিনের মধ্যে নতুন নির্দেশিকা কার্যকর করতে হবে।

.