Oxygen-এর অভাবে দিল্লির হাসপাতালে মৃত চিকিত্সক সহ ৮ করোনা রোগী, সঙ্কটে আরও ৫

অক্সিজেনের অভাব নিয়ে গত এক সপ্তাহ ধরেই অভিযোগ করে আসছিল বাত্রা হাসপাতাল। এনিয়ে মামলাও চলছিল দিল্লি হাইকোর্টে

Updated By: May 1, 2021, 05:37 PM IST
Oxygen-এর অভাবে দিল্লির হাসপাতালে মৃত চিকিত্সক সহ ৮ করোনা রোগী, সঙ্কটে আরও ৫

নিজস্ব প্রতিবেদন: দিল্লিতে অক্সিজেনের অভাব চরমে। পরিস্থিতি এমনই যে অক্সিজেন না পেয়ে দিল্লির বাত্রা হাসপাতালে মৃত্যু হল ৮ কোভিড রোগীর। এদের মধ্যে রয়েছেন হাসপাতালের একজন গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্টও। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও ৫ রোগী। এমনটাই এক বিবৃতিতে জানিয়েছেন হাসপাতালের ডিরেক্টর ডা এসসিএল গুপ্তা।

হাসপাতালের দাবি, মৃত ৮ জনের মধ্যে ৬ জন ভর্তি ছিলেন আইসিইউতে(ICU)। বাকীরা ছিলেন সাধারণ ওয়ার্ডে। যে চিকিত্সকের মৃত্যু হয়েছেন তাঁর নাম ডা আরকে হিথানি। তিনি গ্যাস্ট্রো এন্ট্রোলজি বিভাগের প্রধান ছিলেন।

শনিবার সকালেই বাত্রা হাসপাতালের কার্যনির্বাহী ডিরেক্টর ডা শুধাংশু বাঁকাতা সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো বার্তায় জানান, 'আমাদের হাসপাতালে অক্সিজেনের সঙ্কট চরমে। কয়েকটি মাত্র অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ চলছে। আর ১০ মিনিটের মধ্যে তাও শেষ হয়ে যাবে। দিল্লি সরকার সাহায্য করার চেষ্টা করছে। কিন্তু মনে হয়ে অক্সিজেন ট্যাঙ্কার এখনও এসে পৌঁছায়নি।'

আরও পড়ুন-চারদিকে ছড়িয়ে পড়ে PPE Kit-Mask, ময়লায় ভর্তি বাথরুম, ভয়ঙ্কর পরিস্থিতি জলপাইগুড়ি Covid হাসপাতালের

অক্সিজেনের অভাব নিয়ে গত এক সপ্তাহ ধরেই অভিযোগ করে আসছিল বাত্রা হাসপাতাল। এনিয়ে মামলাও চলছিল দিল্লি হাইকোর্টে। এমনই এক পরিস্থিতিতে শনিবার দুপুর ১টার পর একে একে ৮ কোভিড রোগীর মৃত্যু হয়। আদালতে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শনিবার পৌনে একটা নাগাদ অক্সিজেন পুরোপুরি শেষ হয়ে যায়। দেড়টা নাগাদ অক্সিজেন ট্যাঙ্কার(Oxygen Tanker) এসে পৌঁছায়। মাঝের ওই সময়টা বিনা অক্সিজেনে পড়েছিলেন ২৩০ রোগী।

অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্যের জলসম্পদ মন্ত্রী রাঘব সংবাদমাধ্যমে জানান, 'তরল অক্সিজেন নিয়ে আমাদের ট্যাঙ্কের পাঁচ মিনিটের মধ্যে বাত্রা হাসপাতালে পৌঁছে যাবে। অক্সিজেনের সরবারহের অভাবের কারণে ওখানে সমস্যা হয়েছে।'

আরও পড়ুন-Covid 19: করোনা মোকাবিলায় নয়া উদ্যোগ, কলকাতায় চালু হচ্ছে অক্সিজেন পার্লার

উল্লেখ্য, বাত্রা হাসপাতালে এনিয়ে এ সপ্তাহে ২ বার অক্সিজেনের সঙ্কট দেখা গেল। গত ২৪ তারিখে এরকমই অক্সিজেন শেষ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছিল। অক্সিজেন শেষ হওয়ার কয়েক মিনিট পর সেখানে ফের অক্সিজেন সরবারহ করা হয়। 

.