Coromandel Express Accident: মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা, প্রধানমন্ত্রীর ফোন পেয়ে বালেশ্বর ছুটলেন রেলমন্ত্রী
করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার ঘটনায় ওড়িশা প্রশাসনের পাশে দাঁড়াল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর থেকে ২০টি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে ওষুধ। এছাড়াও বালেশ্বরের উদ্দেশে রওনা দিয়েছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরাও।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টুইট করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টুইট করেন। তিনি লেখেন, 'ওড়িশার বালাসোরে দুর্ঘটনার ঘটনায় প্রাণহানির খবরে গভীরভাবে উদ্বিগ্ন। শোকস্তব্ধ পরিবারের জন্য সমবেদনা। উদ্ধারকাজ যাতে সফল হয় সেই প্রার্থনা করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।'
Deeply anguished to know about the loss of lives in an unfortunate rail accident in Balasore, Odisha. My heart goes out to the bereaved families. I pray for the success of rescue operations and quick recovery of the injured.
— President of India (@rashtrapatibhvn) June 2, 2023
প্রধানমন্ত্রী লিখেছেন, 'ওড়িশায় রেল দুর্ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। এই সময়ে আমি শোকস্তব্ধ পরিবারদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তা কামনা করছি। রেলমন্ত্রীর সঙ্গেও এই ঘটনা প্রসঙ্গে আমার কথা হয়েছে। পুরো ঘটনায় উদ্ধারকাজ চলছে। ক্ষতিগ্রস্তদের যাবতীয় সাহায্য করা হচ্ছে।'
আরও পড়ুন: Coromandel Express derailed LIVE: মালগাড়ির সঙ্গে ধাক্কা! ওড়িশায় লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস
আরও পড়ুন: Coromandel Express: রেলের কোন কোন নম্বর থেকে যাত্রীরা খবরাখবর পাবেন? জেনে নিন
Distressed by the train accident in Odisha. In this hour of grief, my thoughts are with the bereaved families. May the injured recover soon. Spoke to Railway Minister @AshwiniVaishnaw and took stock of the situation. Rescue ops are underway at the site of the mishap and all…
— Narendra Modi (@narendramodi) June 2, 2023
প্রধানমন্ত্রীর পাশাপাশি টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লেখেন, 'ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনা গভীর বেদনাদায়ক। এনডিআরএফ দল ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং অন্যান্য দলগুলিও উদ্ধার অভিযানে নেমেছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।'
আরও পড়ুন: Coromandel Express derailed: করমণ্ডল এক্সপ্রসে দুর্ঘটনার জের, কত ট্রেন বাতিল করা হল?
The train accident at Balasore in Odisha is deeply agonizing. The NDRF team has already reached the accident site, and other teams are also rushing to join the rescue operation. My condolences to the bereaved families and praying for the speedy recovery of those injured.
— Amit Shah (@AmitShah) June 2, 2023
সূত্রের খবর, ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিকে, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বলেন, 'অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি সেখানে যাব পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে। আহতদের চিকিৎসা দেওয়া এবং উদ্ধারকাজ আপাতত আমাদের প্রাথমিকতা। আমি সকালে ঘটনাস্থলে যাব।'
Rushing to the site in Odisha. My prayers for the speedy recovery of the injured and condolences to the bereaved families.
Rescue teams mobilised from Bhubaneswar and Kolkata. NDRF, State govt. teams and Airforce also mobilised.
Will take all hands required for the rescue ops.— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 2, 2023
করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার ঘটনায় ওড়িশা প্রশাসনের পাশে দাঁড়াল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর থেকে ২০টি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে ওষুধ। এছাড়াও বালেশ্বরের উদ্দেশে রওনা দিয়েছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরাও।
পশ্চিম মেদিনীপুর থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব ১৪০ কিলোমিটার। বাংলা সরকার ওড়িশা প্রশাসনকে যাবতীয় সাহায্য করার আশ্বাস দিয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে বাংলার একটি দল। ঘটনাস্থলে যাচ্ছেন মানস ভ্যুঁইয়া, দোলা সেনরা।
ইতমধ্যেই নবান্নে তরফে একটি হেলপ লাইন নম্বর চালু করা হয়েছে। এই নম্বরটি হল 033- 22143526/ 22535185। জানা গিয়েছে, ঘটনাস্থলে থাকবে রাজ্যের একটি টিম। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা ৫০-এর বেশি। যদিও এখনও সরকারি তরফে কোনও তথ্য পাওয়া যায়নি। আহত প্রায় ৩৫০ জন, সূত্রের খবর এমনটাই।