বিতর্কিত ছবিকাণ্ডে বিক্ষোভ ভারতেও

বিতর্কিত ছবিকাণ্ডে বিক্ষোভ শুরু হয়েছে ভারতেও। আজ বিতর্কিত ছবি নির্মাতার শাস্তির দাবিতে চেন্নাই ও কাশ্মীরে বিক্ষোভ দেখান হাজারো মানুষ। বিক্ষোভ মিছিল থেকে আমেরিকা বিরোধী স্লোগানও দেওয়া হয়।

Updated By: Sep 15, 2012, 09:52 PM IST

বিতর্কিত ছবিকাণ্ডে বিক্ষোভ শুরু হয়েছে ভারতেও। আজ বিতর্কিত ছবি নির্মাতার শাস্তির দাবিতে চেন্নাই ও কাশ্মীরে বিক্ষোভ দেখান হাজারো মানুষ। বিক্ষোভ মিছিল থেকে আমেরিকা বিরোধী স্লোগানও দেওয়া হয়।
ছবি বিতর্কে জেরে মার্কিন-বিরোধী বিক্ষোভ শুরু হল ভারতেও। শনিবার জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বিক্ষোভ মিছিলে সামিল হন হাজারো মানুষ। ছবিটি নিষিদ্ধ করার পাশাপাশি, ছবির নির্মাতার কঠোর শাস্তি দাবি করেন বিক্ষোভকারীরা। মিছিল থেকে বারবার ওঠে মার্কিন বিরোধী স্লোগান।
উত্তরের কাশ্মীরের পাশাপাশি, দক্ষিণের চেন্নাইয়েও শুরু হয়েছে বিক্ষোভ। বিতর্কিত চিত্রনির্মাতার শাস্তির দাবিতে এই শহরেও পথে নামেন হাজারো মানুষ। মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি, আমেরিকার পতাকা পোড়ানো হয়। চেন্নাইয়ে মার্কিন কনস্যুলেটের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিলেন প্রচুর পুলিসকর্মী।

.